ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

দারুণ জয় বাংলাদেশের

প্রকাশিত: ০০:০২, ১৬ জানুয়ারি ২০১৭

দারুণ জয় বাংলাদেশের

অনলাইন ডেস্ক ॥ বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা উইমেন্স ওডিআই সিরিজের তৃতীয় ওয়ানডেতে আজ মাঠে নামে দু’দল। কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে ১৩৬ রান করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ১২৬ রান তুলতেই অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকার মেয়েরা। ফলে এ ম্যাচে ১০ রানে জয় পায় বাংলাদেশ। আগের দুই হারের পর এ জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে ঘুরে দাঁড়ায় টাইগ্রেসরা। এরআগে টস জিতে ব্যাট করতে নেমে ৪৯ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৬ রানে অলআউট হয় বাংলাদেশের নারীরা। স্বাগতিকদের হয়ে অধিনায়ক রুমানা আহমেদ সর্বোচ্চ ২৮ রান করেন। শারমিন সুলতানা ও নিগার সুলতানা ২১ রান করে করেন। এছাড়া ১৭ রান করেন শারমিন আক্তার। দক্ষিণ আফ্রিকার হয়ে মারিজান্নে ক্যাপ, ভন নাইকার্ক এবং সুনে লাস ২টি করে উইকেট নেন। এছাড়া একটি করে উইকেট নেন ক্রিস্টেন,লেট সোয়ালো এবং অ্যাবেঙ্গ খাকা। আগের দুই ম্যাচে বড় ব্যবধানে হারের পর এই ম্যাচে মাত্র ১৩৬ রানের পুঁজি নিয়ে জয় পাওয়া অনেকটাই অপ্রত্যাশিত ছিল বাংলাদেশের। কিন্তু স্বাগতিক মেয়েদের কার্যকরী বোলিংয়ে পথ হারায় দক্ষিণ আফ্রিকা। ফলে ১২৬ রান তুলতেই অলআউট হয়ে যায় দলটি। দক্ষিণ আফ্রিকার হয়ে ব্যাট হাতে লিজলি লি সর্বোচ্চ ৪৬ রান করেন। শেষদিকে অধিনায়ক ড্যান ভান নাইকার্ক দলকের জেতানোর দুর্দান্ত প্রচেষ্টা চালালেও সঙ্গীর অভাবে শেষপর্যন্ত হার মানেন। ব্যক্তিগত ৪২ রান নিয়ে অপরাজিত ছিলেন। বল হাতে বাংলাদেশের হয়ে ৪ উইকেট নিয়ে সবচেয়ে সফল বোলার খাদিজাতুল কোবরা। এছাড়া দুটি করে উইকেট পান পান্না ঘোষ ও জাহানারা আলম। অপর উইকেটটি নেন জাহানারা খাতুন। এর আগে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে বাংলাদেশ নারী ক্রিকেট দল ৮৬ রানে হেরেছে। এরপর দ্বিতীয়টিতেও ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। ১৭ রানে হেরে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে রুমানা আহমেদ-সালমা খাতুনরা। প্রথম ওয়ানডেতে ৮৬ রানে হারলেও দ্বিতীয়টিতে কিছুটা প্রতিরোধ গড়ায় ব্যবধান কমিয়ে ১৭ রানে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে শুরুতেই ব্যাট করতে ২২৩ রান করেছিল দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাট করতে নেমে শারমিন আক্তার ও রুমানা আহমেদের রেকর্ড জুটিতে জয়ের দ্বারপ্রান্তে চলে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু শেষপর্যন্ত ২০৬ রানে থামায় ১৭ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে টাইগ্রেসদের। আজ কম পুঁজি নিয়েও বোলারদের কার্যকারিতায় জয়ে ফিরলে বাংলাদেশ। বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা উইমেন্স ওডিআই সিরিজের পরবর্তী দুটি ম্যাচ হবে ১৮ ও ২০ জানুয়ারি। সবগুলো ম্যাচ কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
×