ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বাগেরহাটে বাসচাপায় একই পরিবারের ৪ জন নিহত

প্রকাশিত: ২৩:৫৮, ১৬ জানুয়ারি ২০১৭

বাগেরহাটে বাসচাপায় একই পরিবারের ৪ জন নিহত

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ।। বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাকডাঙ্গা এলাকায় বাসের চাপায় একই পরিবারের চারজন নিহত ও দু’জন আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাট চেয়ারম্যানের মোড়ে কমফোর্ট পরিবহনের একটি বাস যাত্রীবাহী ব্যাটারি চালিত একটি ভ্যানকে চাপা দিলে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুই শিশুসহ ৪ জন নিহত হয়। নিহতরা হলেন- বাগেরহাট সদর উপজেলার কোদলা গ্রামের আজাদ শেখ (৪০), তার স্ত্রী শিখা বেগম (৩৫) এবং তাদের নাতি রাজু (১৩) ও তামান্না আক্তার (৭)। গুরুতর আহত হাসিবুর ও শিশু রনিকে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ব্যস্ততম ওই সড়কে ঘন্টাব্যাপী যানবাহন চলাচল বন্ধ থাকে। ফকিরহাট এলাকায় বসবাসকারী আজাদ শেখ নিজে ভ্যান চালিয়ে তার স্ত্রী শিখা বেগমসহ তিন নাতি রাজু(১৩), তামান্না(৮) ও রনিকে(১১) নিয়ে চিতলমারীর বড়বাড়িয়া গ্রামের জামাই বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে হাসিবুর রহমান নামের আরেক যাত্রীকে ভ্যানে তোলে আজাদ শেখ। এসময় ফকিরহাটের কাঠালতলা রাস্তা দিয়ে কাকডাঙ্গা চেয়ারম্যানের মোড়ে থেকে ভ্যানটি বাগেরহাট-মাওয়া মহা-সড়কে উঠলেই চট্রগ্রামগামী কমফোড পরিবহনের বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। নিহত শিশু রাজু ও তামান্না জেলার চিতলমারী উপজেলার বড়বাড়িয়া গ্রামের কলিম উল্লাহর ছেলে-মেয়ে। বাগেরহাটের কাটাখালী হাইওয়ে পুলিশের এসআই জামাল হোসেন জানান, খুলনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া কমফোর্ট পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীতমুখী ইঞ্জিনচালিত যাত্রীবাহী ভ্যানটিকে চাপা দেয়। এ সময় ওই বাসচালক ভ্যানযাত্রীদের ওপর দিয়ে বাস চালিয়ে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত এবং শিশুসহ দু’জন আহত হয়। নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি মামলা রেকর্ড করা হয়েছে। ফকিরহাট থানার ওসি বজলুর রহমান জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর তারা দ্রত ঘটনাস্থলে ছুটে যান। ঘাতক বাসটিকে গোপালগজ্ঞ জেলার কাশিয়ানা থানা পুলিশ আটক করেছে।
×