ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

কিরগিজস্তানে বিমান বিধ্বস্ত, নিহত ৩৭

প্রকাশিত: ১৯:৫৯, ১৬ জানুয়ারি ২০১৭

কিরগিজস্তানে বিমান বিধ্বস্ত, নিহত ৩৭

অনলাইন ডেস্ক ॥ ঘন কুয়াশার কারণে অবতরণের সময় একটি কার্গো বিমান কিরিগিজিস্তানের জনবহুল গ্রামে বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত ৩৭ জন নিহত হয়েছে। বোয়িং ৭৪৭ বিমানটি তুরস্কের ছিল বলে জানা গেছে। খবর সিএনএনের। আলজাজিরার খবরে বলা হয়, স্থানীয় সোমবার সকাল সাড়ে ৭টা ৩১ মিনিটে কিরগিজিস্তানের রাজধানী বিশবেকের দাচা-সু গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। কিরগিজিস্তানের মানাস বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, তুর্কি এয়ারলাইন্সের বিমানটি হংকং থেকে ইস্তাম্বুলে যাওয়ার পথে যাত্রাবিরতির জন্য মানাসে অবতরণকালে কুয়াশার কারণে দুর্ঘটনার মুখে পড়ে। কিরগিজিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এএফপিকে জানিয়েছেন, নিহতদের বেশিরভাগই দাচা-সু গ্রামের বাসিন্দা। এছাড়া নিহতদের মধ্যে বিমানটির চারজন পাইলটও রয়েছেন বলে জানিয়েছে কিরগিজিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে তুর্কি বিমানটি বিধ্বংস্ত হওয়ার ঘটনায় মানাস বিমানবন্দর বন্ধ করে সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
×