ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সবার কাছে গ্রহণযোগ্য ইসি গঠন না করলে জনগণ প্রত্যাখ্যান করবে ॥ রিজভী

প্রকাশিত: ০৮:৪৬, ১৬ জানুয়ারি ২০১৭

সবার কাছে গ্রহণযোগ্য  ইসি গঠন না করলে জনগণ প্রত্যাখ্যান করবে ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন (ইসি) গঠন না করলে সেই কমিশনকে জনগণ প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রবিবার বিকেলে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, দেশে আজ অহরহ মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। এ ছাড়া বিরোধী দলের নেতাকর্মীদের ওপর দমনপীড়ন চলছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) প্রতিবেদনে বাংলাদেশের বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। তবে বাস্তব অবস্থা আরও ভয়ঙ্কর। রিজভী বলেন, নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি যে উদ্যোগ নিয়েছেন তা প্রশংসনীয়। কিন্তু শুধু আওয়ামী লীগের কাছে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করলে তা একতরফা কমিশন হবে। শনিবার এক অনুষ্ঠানে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাঃ জাফরুল্লাহ চৌধুরীর বক্তব্য সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইলে রিজভী বলেন, এটা রাজনৈতিক বিষয় না। তাই এ বিষয় নিয়ে কথা বলতে চাই না। রিজভী বলেন, ১৯ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমানের ৮১তম জন্মদিন। এ দিবস পালন উপলক্ষে ১৯ জানুয়ারি সকাল ১০টায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নেতৃত্বে দলের সর্বস্তরের নেতাকর্মীরা শেরেবাংলানগরে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও দোয়া মাহফিলে অংশ নেবে। এর আগে ১৮ জানুয়ারি রাজধানীর মহানগর নাট্যমঞ্চে জিয়াউর রহমানের কর্মময় জীবনের ওপর আলোচনা সভার আয়োজন করা হবে। আন্দোলন বেগবান করতে হবেÑ নজরুল ॥ বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন বেগবান করতে হবে। রবিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় দলের প্রয়াত স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণির প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে তিনি এ কথা বলেন। এ মিলাদ মাহফিলের আয়োজন করে ড. আর এ গণি স্মৃতি পরিষদ।
×