ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নাগরিকত্ব আইন

প্রবাসীদের সুবিধা অসুবিধা পর্যালোচনা করা হবে ॥ আইনমন্ত্রী

প্রকাশিত: ০৮:১৮, ১৬ জানুয়ারি ২০১৭

 প্রবাসীদের সুবিধা অসুবিধা পর্যালোচনা করা হবে ॥ আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, নাগরিকত্ব আইনের খসড়া ভেটিংয়ের ক্ষেত্রে বিদেশে বসবাসকারী বাংলাদেশী (প্রবাসী) নাগরিকদের সুবিধা-অসুবিধা পর্যালোচনা করা হবে এবং এ আইন প্রণয়নের ক্ষেত্রে প্রবাসীদের সুবিধা-অসুবিধা জানতে চেয়ে শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করা হবে। তিনি জানান, নাগরিকত্ব আইনের খসড়াটি ভেটিংয়ের জন্য এখন আইন মন্ত্রণালয়ে রয়েছে। রবিবার মানিকগঞ্জের নবনির্মিত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন ও জেলা জজ আদালত ভবনের সম্প্রসারিত তৃতীয় তলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, কোন দেশের উন্নয়নের জন্য সবচেয়ে বড় প্রয়োজন আইনের শাসন। কারণ আইনের শাসন এবং উন্নয়ন পরস্পর সম্পর্কিত। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশ যে উন্নয়নের রেল গাড়িতে উঠেছে তা চালু রাখতে হলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। তিনি বলেন, আমাদের বিচার বিভাগ যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে, বিচার ব্যবস্থা যাতে বিশ্বমানের হয়, বিচারকগণ যাতে বিশ্বমানের হন তারা যাতে পৃথিবীর উন্নত বিচার ব্যবস্থা থেকে কখনই পিছিয়ে না থাকেন বর্তমান সরকার সে ব্যবস্থাই করে যাচ্ছে। তিনি বলেন, আগামীতে দেশের প্রতিটি জেলায় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের জন্য আলাদা বাসভবন নির্মাণ করা হবে। মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ মিজানুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মোঃ জহিরুল হক, যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা, মানিকগঞ্জের জেলা প্রশাসক রাসিদা ফেরদৌস বক্তব্য রাখেন।
×