ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ইসলামী ব্যাংকে আরও দুই স্বতন্ত্র পরিচালক নিয়োগ

প্রকাশিত: ০৮:১১, ১৬ জানুয়ারি ২০১৭

ইসলামী ব্যাংকে আরও দুই স্বতন্ত্র পরিচালক নিয়োগ

অর্থনৈতিক রিপোর্টার ॥ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে নিয়োগ পেয়েছেন আরও দুই জন নতুন স্বতন্ত্র পরিচালক। রবিবার বাংলাদেশ ব্যাংক তাদের নিয়োগের অনুমোদন দিয়েছে। ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে নিয়োগ পাওয়া নতুন দুই স্বতন্ত্র পরিচালক হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও আন্তর্জাতিক ব্যবসা বিভাগের অধ্যাপক ড. কামাল উদ্দিন এবং একই বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ নাজমুল হাসান। এর আগে সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনও (এসইসি) এই দুইজনকে অনুমোদন দিয়েছে। আর ৫ জানুয়ারি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ তাদের নিয়োগ অনুমোদন দেয়। প্রসঙ্গত, নতুন দুজনকে নিয়ে ইসলামী ব্যাংকে স্বতন্ত্র পরিচালকের সংখ্যা দাঁড়িয়েছে নয় জনে। এর বাইরে আরও নয় জন রয়েছেন শেয়ারহোল্ডার পরিচালক। আগে সব মিলিয়ে পরিচালকের সংখ্যা নয় থেকে ১১ জনের মধ্যে সীমিত থাকলেও এখন ব্যাংকটিতে বর্তমানে পরিচালনা পর্ষদে পরিচালক রয়েছেন ১৮ জন।
×