ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চেলসি-আর্সেনালের বড় জয়

প্রকাশিত: ০৬:০৮, ১৬ জানুয়ারি ২০১৭

চেলসি-আর্সেনালের বড় জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লীগে জয়ে ফিরেছে চেলসি। মার্কোস আলোনসো আর পেড্রোর গোলে শনিবার তারা ৩-০ গোলে রীতিমতো উড়িয়েই দিয়েছে। দিনের অন্য ম্যাচে বড় জয় পেয়েছে আর্সেনালও। আর্সেন ওয়েঙ্গারের দল ৪-০ গোলে বিধ্বস্ত করেছে সোয়ানসি সিটিকে। এছাড়াও এদিন জয়ের স্বাদ নিয়ে মাঠ ছেড়েছে টটেনহ্যাম হটস্পার, হাল সিটি, স্টোক সিটি এবং ওয়েস্টহ্যাম ইউনাইটেড। চলতি মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত খেলে চেলসি। লীগে টানা ১৩ ম্যাচ জয়ের স্বাদ পায় এ্যান্তনিও কন্তের শিষ্যরা। কিন্তু গত সপ্তাহে টটেনহ্যাম হটস্পারের মাঠেই প্রায় ভুলে যাওয়া হারের স্বাদ পায় তারা। স্পার্শরা এদিন ২-০ গোলে হারায় ব্লুজদের। তবে শনিবার আর সেই ভুল করেনি কন্তের শিষ্যরা। প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ২০১৪-১৫ মৌসুমের চ্যাম্পিয়ন চেলসি। প্রথমার্ধের ষষ্ঠ মিনিটেই ইডেন হ্যাজার্ডের পাস থেকে বল পেয়ে ১২ গজ দূর থেকে দুর্দান্ত শটে গোল করেন রক্ষণসৈনিক আলোনসো। ম্যাচের ৫১ মিনিটে আলোনসোর জোরাল শট ওয়েস মর্গ্যানের পায়ে লেগে জালে জড়ায়। আর ম্যাচের বয়স যখন ৭১ মিনিট তখন দুরূহ কোণ থেকে উইলিয়ানের শট গোলরক্ষকের পায়ে লেগে ওপরে উঠে গেলে হেডের সৌজন্যে তা প্রতিপক্ষের জালে জড়ান পেড্রো। সেইসঙ্গে অনায়াস জয় নিয়েই মাঠ ছাড়ে কন্তের শিষ্যরা। হোয়াইট হার্ট লেনে ওয়েস্ট ব্রমউইচ এ্যালবিওনকে ৪-০ গোলে উড়িয়ে দেয়া টটেনহ্যাম দ্বিতীয় স্থানে রয়েছে। এদিন দারুণ জয়ে লীগ টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে আর্সেনাল। শনিবার তারা ৪-০ গোলে হারায় সোয়ানসি সিটিকে। প্রিমিয়ার লীগে এটি গানারদের ১৩তম জয়। লিবার্টি স্টেডিয়ামে এদিন ভাগ্যের পরশ মিলেছে আর্সেনালের। যা সহায়ক হয়েছে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে। ম্যাচের গোলমুখ অবশ্য উন্মোচন করেন আর্সেনালের অলিভিয়ের জিরুড। প্রথমার্ধের ৩৭ মিনিটে জার্মান তারকা মেসুত ওজিলের সহায়তায় সোয়ানসির জালে ঢুকান ফরাসী স্ট্রাইকার জিরুড। আর দ্বিতীয়ার্ধের ৫৪ ও ৬৭ মিনিটে আত্মঘাতী গোল করে বসেন সোয়ানসির দুই ফুটবলার, কর্ক ও নটন। সোয়ানসির কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন চিলিয়ান তারকা এ্যালেক্সিস সানচেস। ম্যাচের ৭২ মিনিটে স্বাগতিকদের জালে বল জড়ান তিনি।
×