ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দুই বছর পর টেস্ট দলে ম্যাক্সওয়েল

প্রকাশিত: ০৬:০৭, ১৬ জানুয়ারি ২০১৭

দুই বছর পর টেস্ট দলে ম্যাক্সওয়েল

স্পোর্টস রিপোর্টার ॥ ভারত সফর নিয়ে অসিরা কতটা সিরিয়াস সেটি বোঝা গেল তাদের দল ঘোষণার মধ্য দিয়ে। কন্ডিশন বিবেচনায় নিয়ে চারজন স্পিনার অন্তর্ভুক্ত করা হয়েছে, দীর্ঘ দুই বছর পর ফেরানো হয়েছে স্পিনিং-অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকে। প্রয়োজনে বল হাতে যেমন কার্যকর, অফস্পিনের পাশাপাশি ভারতের মাটিতে স্পিনের বিপক্ষে ব্যাট হাতে সাফল্যই তাকে সাদা পোশাকে লম্বা সময় পর সুযোগ করে দিয়েছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) খেলার সুবাদে ভারতের কন্ডিশনে ম্যাক্সওয়েল ভাল করবেন বলে মনে করছেন নির্বাচকরা। হার্ডহিটার ম্যাক্সওয়েল দুই বছর আগে ২০১৪ সালের নভেম্বরে অসিদের হয়ে শেষ টেস্ট খেলেছিলেন। এছাড়া পেস বোলিং-অলরাউন্ডার মিচেল মার্শও দলে ফিরেছেন। নতুন মুখ হিসেবে সুযোগ পেতে যাচ্ছেন লেগ স্পিনার মিচ সোয়েপসন। স্পিনিং কন্ডিশনের কথা বিবেচনা করে দলে আরও তিন স্পিনার রেখেছেন অজি নির্বাচকরা। দুই বাঁহাতি স্পিনার স্টিভেন ও’কিফ ও এ্যাস্টন এ্যাগারের সঙ্গে স্কোয়াডে আছেন অভিজ্ঞ অফ স্পিনার নাথান লেয়নও। এছাড়া দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান সিরিজে ভাল খেলা দুই তরুণ ব্যাটসম্যান পিটার হ্যান্ডসকম্ব আর ম্যাথু রেনশও প্রথমবারের মতো ভারত সফরে যাচ্ছেন। ২৩ ফেব্রুয়ারি পুনেতে শুরু চার ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। বাকি তিনটি টেস্ট যথাক্রমে বেঙ্গালুরু (৪ থেকে ৮ মার্চ), রাঁচি (১৬ থেকে ২০ মার্চ) এবং ধর্মশালায় (২৫ থেকে ২৯ মার্চ)।
×