ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রস্তুতি ম্যাচও নিশ্চিত

প্রকাশিত: ০৬:০৭, ১৬ জানুয়ারি ২০১৭

প্রস্তুতি ম্যাচও নিশ্চিত

বাংলাদেশ ক্রিকেট দলের ভারত সফরের সূচী চূড়ান্ত, হায়দরাবাদে অনুষ্ঠিত হবে দ্বিপক্ষীয় সিরিজের একমাত্র টেস্ট এবং একটি তিনদিনের প্রস্তুতি ম্যাচ স্পোর্টস রিপোর্টার ॥ বহুল প্রতিক্ষিত বাংলাদেশ দলের ভারত সফরের সূচী নিশ্চিত করেছে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। মাঠে দর্শক পাওয়ার বিষয়টি চিন্তা করে এক টেস্টের দ্বিপক্ষীয় এই সিরিজ একদিন পেছানো হয়েছে। হায়দরাবাদের রাজিব গান্ধী স্টেডিয়ামে ৮ ফেব্রয়ারি বুধবারের পরিবর্তে সেটি এখন ৯ ফেব্রুয়ারি’ ২০১৭ বৃহস্পতিবার শুরু হয়ে সোমবার শেষ হবে। তার আগে হায়দরাবাদেরই অন্য একটি ভেন্যুতে ৩ ফেব্রুয়ারি থেকে একমাত্র প্রস্তুতি ম্যাচে মুশফিকুর রহীমদের প্রতিপক্ষ ভারত ‘এ’ দল। কিছুটা শঙ্কা ও নাটকীয়তার পর রবিবার এই চূড়ান্ত সূচী ঘোষণা করল বিসিসিআই। আর্থিক সমস্যার কারণে ম্যাচটি আয়োজনে রাজি নয় হায়দরাবাদ ক্রিকেট এ্যাসোসিয়েশন (এইচসিএ)Ñ স্থানীয় সংবাদ মাধ্যম গত সপ্তাহেও এমন খবর প্রচার করেছিল। অনিশ্চিত ছিল প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ আর দিনক্ষণ। বিসিসিআইর সূচী ঘোষণায় সব শঙ্কা দূর হলো। স্ট্যাটাস পাওয়ার পর ২০০০ সালে ঘরের মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক প্রথম টেস্টের প্রতিপক্ষ ছিল ভারত। এরপর গত ১৬ বছরে টাইগাররা প্রতিটি দেশে গিয়ে দ্বিপক্ষীয় সিরিজ খেললেও ভারত কখনই আমন্ত্রণ জানায়নি। বিসিসিআইর এক কর্তা বলেন, ‘হ্যাঁ আগের সূচীতে টেস্টটি বুধবার শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সবদিক বিবেচনা করে আমাদের মনে হয়েছে এটা বৃহস্পতিবার শুরু হলেই ভাল হয়। আমরা তাহলে এই টেস্টে দর্শক পাওয়ার আশা করতে পারব।’
×