ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সেরেনা-কারবার সবার নজরে

প্রকাশিত: ০৬:০৭, ১৬ জানুয়ারি ২০১৭

সেরেনা-কারবার সবার নজরে

স্পোর্টস রিপোর্টার ॥ মৌসুমের প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট শুরু আজ। অস্ট্রেলিয়ান ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন এ্যাঞ্জেলিক কারবার। গত বছর মেলবোর্নের এই শিরোপা দিয়েই ক্যারিয়ারের প্রথম মেজর টুর্নামেন্ট জয়ের স্বাদ পান তিনি। এবারও ফেবারিটের তকমাটা গায়ে মাখানো তার। তবে শিরোপা ধরে রাখার ক্ষেত্রে জার্মান তারকার সামনে বড় বাধা হয়ে দাঁড়াতে পারেন সেরেনা উইলিয়ামস। গত বছর শুধু উইম্বলডন জেতা আমেরিকান তারকা স্বরূপে ফিরতে মরিয়া। তাই মৌসুমের প্রথম এই গ্র্যান্ডসøামে সবার চোখ থাকবে কারবার ও সেরেনার দিকে। এছাড়াও পোল্যান্ডের এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কা, ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকি, রোমানিয়ার সিমোনা হ্যালেপ, স্পেনের গারবিন মুগুরুজা এবং চেক প্রজাতন্ত্রের ক্যারোলিন পিসকোভা নিজেদের সেরাটা ঢেলে দেয়ার লক্ষ্য নিয়েই নতুন বছরের মিশন শুরু করবেন। গত মৌসুমের শুরুতেই টেনিস বিশ্বকে অবাক করে দেন মারিয়া শারাপোভা। মেলডোনিয়াম সেবনের কারণে নিষেধাজ্ঞার কবলে পড়েন তিনি। অন্তঃসত্ত্বা হওয়ায় কোর্টে ছিলেন না বেলারুশ সুন্দরী ভিক্টোরিয়া আজারেঙ্কাও। তবে লড়াই করে গেছেন সেরেনা-ওজনিয়াকি-রাদওয়ানস্কাদের সবাই। কিন্তু তাদের ভিড়ে আলো ছড়িয়েছেন এ্যাঞ্জেলিক কারবার। যার শুরুটা করেন অস্ট্রেলিয়ান ওপেন জিতে। সেরেনাকে পরাজিত করে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডসøাম জয়ের স্বাদ পান তিনি। এরপর উইম্বলডন, রিও অলিম্পিকেও নিজেকে মেলে ধরেছেন কারবার। শেষ মেজর টুর্নামেন্ট ইউএস ওপেনের শিরোপাও নিজের শোকেসে তুলেন জার্মান তারকা। বছর শেষ করেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করে। তাই এবার অস্ট্রেলিয়ান ওপেনেও ফেবারিট এ্যাঞ্জেলিক কারবার। যদিওবা নতুন বছরের শুরুতে হতাশ করেছেন তিনি। ব্রিসবেন ইন্টারন্যাশনাল টেনিস টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেন র‌্যাঙ্কিংয়ের এক নাম্বার তারকা। তবে সেই ভুল থেকে শিক্ষা নিয়েই মেলবোর্নের কোর্টে নামবেন শীর্ষ বাছাই কারবার। টেনিস বিশ্বে গত দেড় দশকেরও বেশি সময় ধরে পাদপ্রদীপের আলোয় অবস্থান সেরেনার। অসাধারণ সব পারফর্মেন্স উপহার দিয়ে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। গত বছরের ডিসেম্বরে হঠাৎ করেই রেডিটের সহ-প্রতিষ্ঠাতা এ্যালেক্সিস ওহানিয়ানের সঙ্গে বাগদানের ঘোষণা দেন তিনি। তারপর নতুন বছর শুরু করেন অকল্যান্ড ক্লাসিক দিয়ে। কিন্তু প্রথম ম্যাচে জয় দিয়ে মিশন শুরু করলেও দ্বিতীয় রাউন্ডেই হেরে যান সাবেক নাম্বার ওয়ান তারকা। তবে মেলবোর্ন কোর্টে নামার আগেই প্রতিপক্ষকে হুমকি দিয়ে রাখলেন সেরেনা। সাফ বলে দিলেন, ‘এখানে কখনই প্রথম কিংবা দ্বিতীয় রাউন্ডে হারতে আসি না আমি। যেভাবে অনুশীলন করেছি ঠিক সেই খেলাটাও যদি খেলতে পারি তাহলেই বেশ।’ শুধু তাই নয়, সেরেনা এ সময় আরও বলেন, ‘আমার কাছে গ্র্যান্ডসøাম মানে অনেক কিছু। নিজের ক্যারিয়ারে পূর্ণ মনোযোগ দিতে প্রয়োজনে স্বার্থপরও হতে পারি। সত্যি বলছি, অনুশীলন, কার্ডিও মোটকথা নিজেকে কোর্টে ঢেলে দেয়ার জন্য সবধরনের চেষ্টাই করছি।’ গত বছর উইম্বলডনে চ্যাম্পিয়ন হয়ে টেনিসের ওপেন যুগে সর্বোচ্চ ২২ গ্র্যান্ডসøাম জয়ী জার্মান কিংবদন্তি স্টেফিগ্রাফের রেকর্ড স্পর্শ করেন সেরেনা। এবার তার সামনে ইতিহাস গড়ার হাতছানি।
×