ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দারুণ জয়ে ঘুরে দাঁড়াল পাকিস্তান

প্রকাশিত: ০৬:০৭, ১৬ জানুয়ারি ২০১৭

দারুণ জয়ে ঘুরে দাঁড়াল পাকিস্তান

স্পোর্টস রিপোর্টার ॥ দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-১এ সমতা ফেরাল পাকিস্তান। মেলবোর্নে অতিথি বোলারদের সাঁড়াশি আক্রমণের মুখে ৪৮.২ ওভারে মাত্র ২২০ রানে অলআউট হয় স্বাগতিক অসিরা। জবাবে ৪৭.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। ৭২ রানের দুর্দান্ত ইনিংস উপহার দিয়ে ম্যাচসেরা হয়েছেন ‘অধিনায়ক’ মোহাম্মদ হাফিজ। আজহার আলি ইনজুরিতে, অসুস্থ মায়ের পাশে থাকতে দেশে ফিরে গেছেন সরফরাজ আহমেদ, হঠাৎ পাওয়া নেতৃত্বের প্রথম ম্যাচেই বাজিমাত করলেন এই তারকা অলরাউন্ডার। যার মধ্য দিয়ে সফরকারীরা পেল স্বস্তির এক জয়। সেই ২০০৫ সাল থেকে টানা নয় হার, দীর্ঘ একযুগে অস্ট্রেলিয়ার মাটিতে সাফল্যের মুখ দেখল পাকিরা। তাও আবার একাধিক তারকা ক্রিকেটারকে ছাড়া, এরই নাম ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান। বোলাররাই পাকিস্তানের জয়ের ভিত তৈরি করে দেয়। স্বাগতিকদের হয়ে একাধিক ব্যাটসম্যান আশা জাগিয়েছেন, কিন্তু ইনিংস বড় করতে পারেননি। কেবল অধিনায়ক স্টিভেন স্মিথই ছিলেন ব্যতিক্রম। সর্বোচ্চ ৬০ রান করে আউট হয়েছেন তিনি। প্রথম ম্যাচের জয়ের নায়ক ম্যাথু ওয়েড ফেরেন ৩৫ রান করে। ট্রেভর হেড ২৯ ও গ্লেন ম্যাক্সওয়েল করেন ২৩ রান। ২৭ রানের মধ্যে শেষ ৫ উইকেট হারিয়ে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। সফরকারীদের হয়ে ৯.২ ওভার বল করে ৪৭ রান দিয়ে সর্বাধিক ৩ উইকেট নিয়েছেন পেসার মোহাম্মদ আমির। অপর পেসার জুনায়েদ ২ উইকেট নিয়েছেন ৪০ রানে, যদিও তিনি বল করেছেন ৮ ওভার। তবে স্পিনার ইমাদের বোলিংই অস্ট্রেলিয়াকে বেঁধে রাখে। ১০ ওভারে দেন মাত্র ৩৭ রান। ছোট রান তাড়া করতে নেমে ৬৮ রানের বড় ওপেনিং জুটি পেয়ে যায় পাকিস্তান। ২৯ রান করে শারজিল খান আউট হলে বাবর আজমকে (৩৪) নিয়ে ৭২ রানের জুটি গড়েন হাফিজ (৭২)। ১০৪ বলে অধিনায়কের ইনিংসটি ৮টি চার দিয়ে সাজানো। এরপর আসাদ শফিক (১৩) আর শোয়েব মালিকের ৫৩ রানের জুটি পাকিস্তানকে সহজ জয়ের দিকে নিয়ে যায়। অভিজ্ঞ মালিক অপরাজিত থাকেন ৪২ রানে। দুটি করে উইকেট নেন মিচেল স্টার্ক ও জেমস ফকনার। স্কোর ॥ অস্ট্রেলিয়া ২২০/১০ (৪৮.২ ওভার; খাজা ১৭, ওয়ার্নার ১৬, স্মিথ ৬০, মার্শ ০, হেড ২৯, ম্যাক্সওয়েল ২৩, ওয়েড ৩৫, ফকনার ১৯, স্টার্ক ৩, কামিন্স ০, হেজলউড ০; আমির ৩/৪৭, জুনায়েদ ২/৪০, ইমাদ ২/৩৭, হাসান ১/২৯, হাফিজ ০/৪৫, মালিক ১/১৫)। পাকিস্তান ২২১/৪ (৪৭.৪ ওভার; হাফিজ ৭২, শারজিল ২৯, বাবর ৩৪, শফিক ১৩, মালিক ৪২*, আকমল ১৮*; স্টার্ক ২/৪৫, হেজলউড ০/৩২, কামিন্স ০/৪৮, ফকনার ২/৩৫, হেড ০/২৩, মার্শ ০/৩২)। ফল ॥ পাকিস্তান ৬ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ হাফিজ (পাকিস্তান)। সিরিজ ॥ পাঁচ ওয়ানডের সিরিজ ১-১এ চলমান।
×