ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এবার জোকোভিচ বাধা পেরুবেন মারে?

প্রকাশিত: ০৬:০৬, ১৬ জানুয়ারি ২০১৭

এবার জোকোভিচ বাধা পেরুবেন মারে?

স্পোর্টস রিপোর্টার ॥ অস্ট্রেলিয়ান ওপেনে পাঁচবার ফাইনাল খেলেছেন এ্যান্ডি মারে। সবসময়ই তার সঙ্গী হয়েছে রানার্সআপের তৃপ্তি। আজ থেকে আবারও শুরু হচ্ছে নতুন বছরের প্রথম গ্র্যান্ডসøাম। এবারও যদি ফাইনালে হেরে যান তিনি? তবে নতুন এক ইতিহাস গড়বেন মারে। ১৯৬৮ সালের পর প্রথম খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ ছয়বার ফাইনালে হারার লজ্জাজনক রেকর্ডে নাম লেখাবেন ব্রিটিশ তারকা। নাদাল-ফেদেরার এখন নিষ্প্র্রভ। ক্যারিয়ারের গোধূলিবেলায় টেনিসের সাবেক দুই শীর্ষ তারকাই। যে কারণে তাদের সেই রোমাঞ্চকর লড়াইয়ের দৃশ্যগুলো দেখার সুযোগ পান না টেনিসপ্রেমীরা। তবে বর্তমান টেনিসে তাদের সেই লড়াই দেখা মিলে মারে-জোকোভিচের ম্যাচে। গত কয়েক মৌসুমে টেনিস কোর্টে রাজত্ব করছেন এই দুই তারকাই। বছরের প্রথম টুর্নামেন্ট কাতার ওপেনেও চেনা দুই প্রতিপক্ষের মহারণ দেখেছে সমর্থকরা। যেখানে প্রায় তিনঘণ্টার এক রুদ্ধশ্বাস লড়াই শেষে এ্যান্ডি মারেকে হারান জোকোভিচ। অস্ট্রেলিয়ান ওপেনেও এই দৃশ্যটাকে যেন নিয়মিত বানিয়ে ফেলেছেন সার্বিয়ান তারকা। যেখান থেকে ক্যারিয়ারের অর্ধেক গ্র্যান্ডসøাম জিতেছেন জোকোভিচ। মেলবোর্নের কোর্ট মারের জন্য দুর্ভাগ্যই হয়ে উঠেছে। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলে ফাইনালে গিয়েই যে থেমে যান তিনি। ২০১০-১১ সালে টানা দুইবার শিরোপা জয়ের খুব দ্বারপ্রান্তে পৌঁছেছিলেন মারে। কিন্তু শিরোপা জয়ের লড়াইয়েই স্বপ্নভঙ্গ হয় তার। ২০১৩ সালে আবারও সেই দৃশ্যনাট। গত দুইবারও ফাইনালে উঠে হারের লজ্জা নিয়ে প্রতিযোগিতা শেষ করেছেন ব্রিটেনের এই টেনিস তারকা। তবে এবার মেলবোর্নে ভিন্ন কিছু উপহার দিতে চান তিনি। এ প্রসঙ্গে জোকোভিচ বলেন, ‘কাতার ওপেনে হারের পরও আমি মনে করি অস্ট্রেলিয়ান ওপেন জয়ের সুযোগ রয়েছে। বিশেষ করে গত বছরটা যেভাবে শেষ করেছি তাতে আমি অনেকটাই আত্মবিশ্বাসী। এখানকার পরিবেশ আমার ভাল লাগে। তাছাড়া গত কয়েক বছর ধরে এখানে সত্যিই অসাধারণ পারফর্ম করেছি। কিন্তু ফাইনাল ম্যাচটাই শুধু জিততে পারিনি। কিন্তু এবার মনে করি আমার অবস্থান খুবই ভাল। যে কারণেই মনে করছি শিরোপা জয়ের সুযোগ আছে।’ এদিকে অস্ট্রেলিয়ান ওপেনে রাজত্ব করলেও গত বছর টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারিয়ে ফেলেন জোকোভিচ। সেই মারের কাছেই রাজত্ব হারান তিনি। তবে এবার সেই হারানো শীর্ষস্থান ফিরে পেতে চান জোকোভিচ। তবে তার আগে যে ধারাবাহিক পারফর্ম করতে হবে সেটাও স্বীকার করেছেন তিনি। এ বিষয়ে সুদীর্ঘ ক্যারিয়ারে ১২টি মেজর শিরোপা জয়ের মালিক বলেন, ‘ধারাবাহিক পারফর্ম করে যদি আমি আবারও এক নাম্বার স্থানটি দখল করি তা হবে অসাধারণ। অবশ্যই, আমি তা চাই। কিন্তু এটাই আমার প্রধান লক্ষ্য নয়। সুদীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য ম্যাচ জিতেছি আমি। তবে কখনই নিজেকে শ্রেষ্ঠ বলে মনে করি না।’ এদিকে অস্ট্রেলিয়ান ওপেন জয়ের আশায় নামবেন রজার ফেদেরার এবং রাফায়েল নাদালও। স্প্যানিশ টেনিস তারকা তো ম্যাচের আগেই জানিয়ে দিলেন, ‘আমি এখন আর ইনজুরিতে নেই। কোন ব্যথাও অনুভব করি না অনেকদিন ধরে।’ তাহলে কি জ্বলে উঠতে দেখা যাবে নাদালকে? টেনিসপ্রেমীদের অপেক্ষা এখন সেটাই দেখার।
×