ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

দ্বিতীয় টেস্টেও নেই মুস্তাফিজ

প্রকাশিত: ০৬:০৬, ১৬ জানুয়ারি ২০১৭

দ্বিতীয় টেস্টেও নেই মুস্তাফিজ

স্পোর্টস রিপোর্টার ॥ নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট শেষ হচ্ছে আজ। ক্রাইস্টচার্চের হাগলি ওভালে ২০ জানুয়ারি দুই দলের মধ্যকার দ্বিতীয় টেস্ট শুরু হবে। এ টেস্টের জন্য রবিবার দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে প্রথম টেস্টের ১৫ সদস্যই রয়েছেন। নেই কোন পরিবর্তন। প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও নেই বাংলাদেশ ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। নিউজিল্যান্ডের বিপক্ষে তাই টেস্ট খেলা হচ্ছে না মুস্তাফিজের। নিউজিল্যান্ড সফরে গিয়ে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি২০ সিরিজ খেলেছে বাংলাদেশ দল। ওয়ানডে সিরিজের দুটি ম্যাচ খেলেছেন মুস্তাফিজ। সেই সঙ্গে টি২০ সিরিজেরও দুটি ম্যাচ খেলা হয়েছে তার। ফিজিও’র রিপোর্ট অনুযায়ী ৬ দিনে তিনটি ম্যাচ খেলতে পারবেন মুস্তাফিজ। কিন্তু কোনভাবেই টানা ম্যাচ খেলে যেতে পারবেন না। এমনটি আপাতত হবে। তবে আরও কিছুদিন সময় পরে মুস্তাফিজ টেস্ট খেলার জন্যও ফিট হয়ে যাবেন। বোঝাই যাচ্ছে, হায়দরাবাদে ৯ থেকে ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশ ও ভারতের মধ্যকার যে একমাত্র টেস্টটি হবে, সেই টেস্টে খেলবেন মুস্তাফিজ। দ্বিতীয় টেস্টের বাংলাদেশ দল ॥ মুশফিক (অধিনায়ক), তামিম, ইমরুল, মুমিনুল, সাব্বির, মাহমুদুল্লাহ, সাকিব, মিরাজ, তাইজুল, রুবেল, রাব্বি, সৌম্য, তাসকিন, নুরুল ও শুভাশীষ।
×