ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভাঙ্গন থেকে সেন্টমার্টিন দ্বীপ রক্ষার দাবি

প্রকাশিত: ০৬:০২, ১৬ জানুয়ারি ২০১৭

ভাঙ্গন থেকে সেন্টমার্টিন  দ্বীপ রক্ষার  দাবি

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ ভাঙ্গন কবল পরিবেশ ও পর্যটন শিল্প রক্ষায় দ্বীপের চার পাশে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়ে সংবাদ সংম্মেলন করেছেন সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নুর আহমদ। রবিবার দুপুরে টেকনাফে একটি মার্কেটের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশের সর্ব দক্ষিণ-পূর্ব মিয়ানমার সীমান্তে ৮.৩ বর্গ কি.মিটারের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে প্রায় ৯ হাজার মানুষের বসবাস। দ্বীপের চতুর্দিকে প্রাকৃতিক প্রবাল দ্বারা আচ্ছাদিত। প্রতিবছর দেশ-বিদেশের লাখ লাখ পর্যটকের পদচারণায় মুখরিত দ্বীপটি। সরকারী বেসরকারীভাবে আধুনিক বিভিন্ন স্থাপনা নির্মিত হলেও নির্মিত হয়নি টেকসই মজবুত বেড়িবাঁধ। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন ও সাগরের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় সেন্টমার্টিন দ্বীপের চতুর্দিকে ভাঙ্গন দেখা দিয়েছে। দ্বীপের অনেকাংশ সাগরে বিলীন হয়ে গেছে। ফলে মানচিত্র থেকে প্রবাল দ্বীপটি হারিয়ে যাওয়ার আশঙ্কা করছেন দ্বীপবাসী।
×