ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নলকূপে বিদ্যুত সংযোগ নেই ॥ হতাশ দাসিয়ারছড়ার কৃষক

প্রকাশিত: ০৬:০১, ১৬ জানুয়ারি ২০১৭

নলকূপে বিদ্যুত সংযোগ নেই ॥ হতাশ দাসিয়ারছড়ার কৃষক

রাজুমোস্তাফিজ, কুড়িগ্রাম ॥ এক বছর অতিবাহিত হলেও দাসিয়ারছড়া ছিটমহলের গভীর নলকূপে সংযোগ মেলেনি বিদ্যুতের। বরেন্দ্র বিভাগের অধীনে দাসিয়ারছড়ার ভূ-খ-ে দুইটি গভীর নলকূপ স্থাপন করা হলেও জোটেনি কৃষকদের ভাগ্যে সেচ দেয়ার ব্যবস্থা। পিছিয়ে পড়া এ অঞ্চলের কৃষকরা জমিতে সেচ দেয়ার আশায় অতিরিক্ত টাকা খরচ করে ধর্ণা দিচ্ছে কর্মকর্তার পেছনে। কিন্তু চালু করা হয়নি বরেন্দ্রের গভীর নলকূপ। তবে বরেন্দ্র বিভাগ ও পল্লী বিদ্যুতের রোষানলে খেসারত দিতে হচ্ছে কৃষককে। ফলে চলতি মৌসুমে ইরিবোরো ক্ষেত লাগানো নিয়ে চরম হতাশায় পড়েছে বরেন্দ্রের অধীনে দাসিয়ারছড়ার অধিবাসীরা। জানা গেছে, এ অঞ্চলের কৃষকরা স্বল্প খরচে সেচ পাওয়ার আশায় বরেন্দ্র বিভাগের অধীনে দুইটি গভীর নলকূপ স্থাপন করে এক বছর আগে। গভীর নলকূপ দুইটি বিলুপ্ত দাসিয়ার ছড়ার কালিহাট ও খড়িয়াটারী গ্রামে স্থাপন করা হয়। ডিপ শ্যালোর মেশিনের আওতায় শতাধিক কৃষক সমিতিভুক্ত হয়ে জামানতের এক লাখ করে টাকা দেয় কুড়িগ্রাম বরেন্দ্র জোন অফিসে। তাদের সঙ্গে চুক্তি হয় দ্রুত বরেন্দ্রের পাইপ লাইন স্থাপন করে সেচ দেয়ার। সে আলোকে মেশিন ঘর নির্মাণ করে বসানো হয় এক হাজার ফিট গভীর নলকূপের পাইপ লাইন। এতে চাহিদা অনুযায়ী পাইপ লাইন সরবরাহ না হওয়ায় আরও অতিরিক্ত লাইন দেয়ার জন্য ১৩ হাজার দুই শ’, ষাট টাকা জমা দেয় সমিতির কৃষকরা। পাইপ স্থাপনের জন্য অতিরিক্ত টাকা দেয়া হলেও খড়িয়াটারী গ্রামে পাইপ দেয়ার হদিস নেই। তারা চোখ ভরা স্বপ্ন নিয়ে জমির ফসল উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে ধার-দেনা করে টাকা যোগান দিলেও মিলছে না সেচের পানি। দাসিয়ারছড়ায় অন্য দফতরের ব্যাপক উন্নয়নের ছোঁয়া ছড়িয়ে পড়েছে ঠিকই কিন্তু বরেন্দ্র বহুমুখী উন্নয়ন বিভাগের কর্মকর্তার অবহেলার কারণে বিদ্যুত সংযোগ হচ্ছে না বলে অভিযোগ করেছে সমিতির লোকজন। ফলে গত ইরিবোরো মৌসুমে গভীর নলকূপে বিদ্যুত সংযোগ না পাওয়ায় বিপাকে পড়েছে জমির মালিকরা। পরে তড়িঘড়ি শ্যালো মেশিন ভাড়া নিয়ে কোনমতে ইরি বোরো চাষাবাদ করে গভীর নলকূপের আওতায় তিনশ’ বিঘা জমির মালিক। যার কারণে ফসল তেমন ফলেনি ওইসব জমিতে। লোকসান গুনতে হয়েছে কৃষকদের। এবারও সেই অবস্থার সৃষ্টি হওয়ার আশঙ্কায় রয়েছে বরেন্দ্রের অধীনে কৃষকের। মেশিন সরবরাহ করা হলেও সংযোগ নেই বিদ্যুতের। দ্রুত গভীর নলকূপ দুইটি চালু করা না হলে মেশিনের যন্ত্রাংশ ও পাইপলাইন নষ্ট হওয়ার উপক্রমও রয়েছে।
×