ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

খাস জমি বন্দোবস্ত ॥ বিনামূল্যের ফরমে অর্থ আদায়

প্রকাশিত: ০৬:০১, ১৬ জানুয়ারি ২০১৭

খাস জমি বন্দোবস্ত ॥ বিনামূল্যের ফরমে অর্থ আদায়

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার পাঁচ ইউনিয়নে কৃষি খাস জমি বন্দোবস্তের বিনামূল্যের আবেদন ফরমে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। ইউনিয়ন ভূমি কার্যালয় ও ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্টদের যোগসাজশে ভূমিহীনদের কাছ থেকে এ অর্থ আদায় করা হচ্ছে। ভুক্তভোগীদের অভিযোগ, রাঙ্গাবালী ইউনিয়ন ভূমি কার্যালয় থেকে আবেদন ফরম সংগ্রহ করতে ৫০ টাকা এবং ইউনিয়ন পরিষদের নির্দিষ্ট লোকদের কাছ থেকে ফরম পূরণ করাতে আরও একশ’ টাকা দিতে হচ্ছে। চরমোন্তাজ ইউনিয়নে ভূমি কার্যালয় এবং ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্টদের যোগসাজশে ইউপি মেম্বারদের মাধ্যমে আবেদন ফরম বিতরণ ও পূরণ করা বাবদ ভুক্তভোগীদের কাছ থেকে ২শ’ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। এছাড়া, বড়বাইশদিয়া, ছোটবাইশদিয়া ও চালিতাবুনিয়া ইউনিয়নে ভূমি কার্যালয় কিংবা ইউনিয়ন পরিষদের মেম্বারদের কাছ থেকে আবেদন ফরম সংগ্রহ করতে এক শ’ টাকা দিতে হচ্ছে। আর আবেদন ফরম পূরণ করাতে আরও ২০ থেকে ১শ’ টাকা দিতে হচ্ছে। রাঙ্গাবালী ইউনিয়নের বাহেরচর গ্রামের মোঃ কবির অভিযোগ করে বলেন, ‘তহশিল অফিস থেকে ফরম নিতে ৫০ টাকা রাখছে। আর চেয়ারম্যান অফিস থেকে সেই ফরম পূরণ করতে ১০০ টাকা দেওয়া লাগছে।’ রাঙ্গাবালী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ১০ হাজার ফরম ছাপান লাগছে, সরকার এক টাকাও দেয়নি। এই টাকা কে দেবে বলেন? ফরম ছাপানোর খরচ ৩০ টাকা এবং অফিসের সামনের মসজিদ উন্নয়নের জন্য ২০ টাকা নিই। বড়বাইশদিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা চান মিয়া বলেন, আমাদের কাছে থাকা আবেদন ফরমগুলো মেম্বারদের ভাগ করে দিয়ে দিছি। তারা এ ফরম বিতরণে টাকা নেয় কিনা আমার জানা নেই। চরমোন্তাজ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হামিদুল হক বাচ্চু জানান, লোকজন যাতে সহজে আবেদন ফরম পায়, এজন্য মেম্বারদের কাছে তা দেয়া হয়েছে। এভাবে টাকা নেয়া ঠিক হচ্ছে না। চরমোন্তাজ ইউপি চেয়ারম্যান মোঃ হানিফ মিয়া জানান, ফরম বিতরণে মেম্বররা টাকা নিচ্ছে কিনা তা তার জানা নেই। এ ব্যাপারে রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) এবিএম সাদিকুর রহমান বলেন, ফরম বিতরণে টাকা নেয়ার নিয়ম নেই।
×