ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

যৌন হয়রানি ॥ অবশেষে প্রধান শিক্ষককে সাময়িক বহিষ্কার

প্রকাশিত: ০৫:৫৯, ১৬ জানুয়ারি ২০১৭

যৌন হয়রানি ॥  অবশেষে প্রধান  শিক্ষককে সাময়িক  বহিষ্কার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ অনিয়ম-দুর্নীতি, অর্থ আত্মসাত ও ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে অবশেষে রামু উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছৈয়দ করিমকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। রবিবার দুপুরে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও রামু উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোহেল সরোয়ার কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্কুল ও শিক্ষার্থীদের স্বার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে। তাঁর স্থলাভিষিক্ত করে দায়িত্ব অর্পণ করা হয়েছে একই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এম জয়নাল আবেদীনকে। জানা যায়, রামু উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছৈয়দ করিমের বিরুদ্ধে ইতোপূর্বে হোস্টেল সুপার (নারী) ও এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ তদন্ত করে যান উর্ধতন কর্তৃপক্ষ। তদন্তে সত্যতা উঠে আশায় ক্ষোভে প্রধান শিক্ষক ছৈয়দ করিম ঐ বিদ্যালয়ের করণিক রণজিতকে বেদম মারধরও করে। এ ব্যাপারে মারধরের শিকার করণিক বাদী হয়ে মামলা করেছে রামু থানায়।
×