ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আওয়ামী লীগে রাজাকারের ডেপুটি কমান্ডার

প্রকাশিত: ০৫:৫৯, ১৬ জানুয়ারি ২০১৭

আওয়ামী লীগে রাজাকারের ডেপুটি কমান্ডার

নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ১৫ জানুয়ারি ॥ বগুড়ার আদমদীঘিতে তালিকাভুক্ত রাজাকার বিএনপি নেতা গোলাম মোস্তফা মাস্টারকে আওয়ামী লীগে যোগদান করিয়ে নেয়ার ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে আওয়ামী লীগের তৃণমূল নেতা ও কর্মী সমর্থকদের মধ্যে। জানা গেছে, উপজেলা সদরের আদমদীঘি বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের সাবেক শিক্ষক গোলাম মোস্তফা উপজেলা বিএনপির ছোট পর্যায়ের নেতা ছিলেন। তিনি নেতা হলেও পরামর্শক ছিলেন বিএনপির স্থানীয় বড় নেতাদের। ১৯৭১ সালের রাজাকার শিক্ষকতা করার সময় মোস্তফা নারী কেলেংকারির দায়ে ওই বিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত ছিলেন দীর্ঘ দিন। এসব ঘটনা জানা থাকার পরও তাকে আওয়ামী লীগে যোগদান করিয়ে নেয়ার ঘটনায় দলের উপজেলা কমিটির সাবেক সভাপতি ও মুক্তিযুদ্ধের সংগঠক সাবেক এমপি এবং গভর্নর কছিম উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান রাজুর প্রতি বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন তৃণমূল নেতা ও কর্মী-সমর্থকরা। অনেকে বলছেন আওয়ামী লীগের মতো দলে নেতাকর্মীর এতই অভাব আর দৈন্যদশা চলছে যে, রাজাকারকে দলে ভিড়িয়ে দল ভারি করতে হচ্ছে। গত ৫ জানুয়ারি গণতন্ত্রের বিজয় দিবস উৎযাপন দিবসে বিএনপির বেশ কিছু নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান করার সুযোগে রাজাকার গোলাম মোস্তফার আওয়ামী লীগে যোগদান ও যোগদান করানোর ঘটনা ঘটে। ঘটনার ১০ দিনের মাথায় শনিবার আওয়ামী লীগে রাজাকারের যোগাদানের বিষয়টি জানাজানি হলে আওয়ামী লীগের তৃণমূলে তোলপাড় সৃষ্টি হয়। বর্তমান আওয়ামী লীগ সরকার আমলে সরকারীভাবে করা রাজাকার এর তালিকায় গোলাম মোস্তফা রয়েছেন ৩ নম্বরে। ওই তালিকায় উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের শালগ্রাম গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে গোলাম মোস্তফার পরিচয় দেয়া হয়েছে আদমদীঘি থানা রাজাকারের ডেপুটি কমান্ডার হিসেবে। এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান রাজুর সঙ্গে যোগাযোগ করলে তিনি প্রথমে স্বীকার করলেও পরক্ষণেই তা অস্বীকার করেন।
×