ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কয়লাবাহী কোস্টারডুবি

তিন দিনেও উদ্ধার কাজ শুরু হয়নি

প্রকাশিত: ০৫:৫৯, ১৬ জানুয়ারি ২০১৭

তিন দিনেও উদ্ধার  কাজ শুরু  হয়নি

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মংলাবন্দর চ্যানেলের ফেয়ারওয়ে বয়া এলাকায় এক হাজার মেট্রিকটন কয়লা নিয়ে কোস্টারডুবির ৩ দিনেও উদ্ধার কাজ শুরু হয়নি। বন্দর কর্তৃপক্ষ বলছে, ডুবে যাওয়া কোস্টার এমভি আইজগাতির অবস্থান চ্যানেলের বাইরে হওয়ায় পণ্যবাহী জাহাজ চলাচলে সমস্যা হচ্ছে না। মংলাবন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার ওয়ালিউল্লাহ জানান, কোস্টারটির অবস্থান শনাক্তের পর তা উদ্ধারের জন্য তারা নওয়াপাড়া ট্রেডার্সকে চিঠি দেয়া হয়েছে। কোস্টারটি ফেয়ারওয়ের পশ্চিম পাশে রয়েছে। পণ্যবাহী জাহাজ বন্দরে আসা যাওয়ায় সমস্যা না হলেও চ্যানেল ঠিক রাখতে ডুবে যাওয়া কোস্টারটি তুলে ফেলার নির্দেশনা দেয়া হয়েছে। আমদানিকারক প্রতিষ্ঠান কোস্টার উদ্ধারে ব্যর্থ হলে বন্দর কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করবে। এ বিষয়ে নওয়াপাড়া ট্রেডার্সের ব্যবস্থাপক মিজানুর রহমান জনি জানান, দুর্ঘটনায় শিকার কোস্টারটি প্রায় ৩০০ ফুট পানির নিচে রয়েছে। তারা মংলাবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নিচ্ছেন। তবে তীব্র স্রোতের কারণে উদ্ধার কাজ বিলম্ভ হতে পারে বলে তিনি উল্লেখ করেন।
×