ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কৃষক দিশেহারা

আলুক্ষেতে ইঁদুরের উপদ্রব

প্রকাশিত: ০৫:৫৮, ১৬ জানুয়ারি ২০১৭

আলুক্ষেতে ইঁদুরের  উপদ্রব

মামুন-অর-রশিদ, রাজশাহী ॥ একদিকে পাতাপচা রোগ অন্যদিকে ইঁদুরের আক্রমণে এখন দিশেহারা রাজশাহীর আলু চাষীরা। এ অঞ্চলের বিস্তীর্ণ আলুক্ষেতে ব্যাপকভাবে ইঁদুরের আক্রমণ দেখা দিয়েছে। ক্ষেতে আলু পুষ্ট হওয়ার আগই ইঁদুরের আক্রমণে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। ইঁদুরের কবল থেকে রক্ষা পেতে সব ধরনের চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন কৃষক। রাজশাহী অঞ্চলের জেলা, উপজেলা ও মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা জানান, এ সময় মাঠে ধানসহ অন্য কোন ফসল না থাকায় ও বৃষ্টিপাত কম হওয়ায় এবার ইঁদুরের উপদ্রব বেড়েছে। তবে শুধু বিষ টোপ নয়, কলাগাছ, লাঠি কিংবা বাঁশের কঞ্চিতে পলিথিন বেঁধে দিলে ও রাতে ফসলের ক্ষেতে টায়ার পোড়ানোর পদ্ধতি ব্যবহার করলে ইঁদুর কিছুটা ভয়ে ক্ষেত ছেড়ে চলে যাবে। কৃষকদের এই রকমই পরামর্শ দেয়া হচ্ছে। কৃষি বিভাগের হিসাব অনুযায়ী দেশে ইঁদুরের কারণে বছরে ক্ষতি হয় ৭০০ কোটি টাকারও বেশি ফসল। আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের ২০১৩ সালের এক গবেষণা মতে, বাংলাদেশে ইঁদুর ৫০ থেকে ৫৪ লাখ লোকের এক বছরের খাবার নষ্ট করে। রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্র জানায়, চলতি মৌসুমে রেকর্ড ছাড়িয়েছে আলুর আবাদ। এবার ৪৩ হাজার ৪৮১ হেক্টর জমিতে বেড়ে উঠছে আলুগাছ। তবে এরই মধ্যে পাতাপচা রোগের পাশাপাশি মাঠে মাঠে হানা দিয়েছে ইঁদুরের দল। গাছের ডগা কেটে মাটি খুঁড়ে অপুষ্ট আলু নস্ট করছে ইঁদুর। জেলার তানোর উপজেলার চিমনা গ্রামে আলু চাষী হানিফ দুলু জানান, চলতি মৌসুমে তিনি ১১ বিঘা জমিতে আলু চাষাবাদ করেছেন। অনুকূল আবহাওয়া থাকায় এবার ক্ষেতে আলুগাছ ভালই বেড়ে উঠেছে। আর কিছু দিন পর আলু পুষ্ট হবে, এর মধ্যেই ক্ষেতে ইঁদুরের আক্রমণ দেখা দিয়েছে। বিষ টোপ দিয়ে কোন প্রতিকার মিলছে না। উপজেলার মু-ুমালা পৌর এলাকা দায়িত্বে থাকা উপ-সহকারী কৃষি কর্মকর্তা সমসের আলী জানান, ইঁদুর অনেক সময় পানির ওপর খড়কুটো দিয়ে বাসা বেঁধে বাস করে। এই ইঁদুর দাঁতের বৃদ্ধি রোধ করার জন্য সামনে যা পায় কেটে তছনছ করে দেয়।
×