ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিলেটে পাথর কোয়ারি সচলের দাবিতে বিক্ষোভ, অবরোধ

প্রকাশিত: ০৫:৫৮, ১৬ জানুয়ারি ২০১৭

সিলেটে পাথর কোয়ারি  সচলের দাবিতে  বিক্ষোভ, অবরোধ

স্টাফ রিপোর্টার সিলেট অফিস ॥ হাইকোর্টের নির্দেশ মোতাবেক জাফলং, বিছনাকান্দি ও ভোলাগঞ্জ পাথর কোয়ারি সচল না হওয়ার প্রতিবাদে জৈন্তাপুর-গোয়াইনঘাট ব্যবসায়ী শ্রমিক ঐক্য পরিষদের ডাকে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ সমাবেশ চলাকালে সিলেট-তামাবিল মহাসড়কে প্রায় ৪ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। রবিবার সকালে স্থানীয় নলজুরি বাজারে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ৪ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকায় সড়কের উভয়পাশে সহস্রাধিক যানবাহন আটকা পড়ে। সমাবেশে বক্তারা লাখো ব্যবসায়ী ও শ্রমিকের রুটি-রুজির একমাত্র উপার্জনস্থল জাফলং পাথর কোয়ারি সচল করার আহ্বান জানান। দ্রুত সময়ের মধ্যে জাফলং পাথর কোয়ারি সচল ও সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলন কার্যক্রম স্বাভাবিক করে না দেয়া হলে পরবর্তীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা। জৈন্তাপুর-গোয়াইনঘাট ব্যবসায়ী শ্রমিক ঐক্য পরিষদের সমন্বয়কারী আব্দুল মুতলিব খানের সভাপতিত্বে ও জাফলং ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সোহেল আহমেদের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন তামাবিল পাথর, চুনা পাথর ও কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি ও জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, সিলেট জেলা ট্রাক চালক সমিতির সাবেক সভাপতি আবু সরকার, পূর্ব জাফলং ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মিনহাজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জাফলং পাথর ব্যবসায়ী সমিতির সহ সভাপতি ইসমাইল আলী, সাধারণ সম্পাদক হাফিজ মিয়া, জাফলং স্টোন ক্রাশার মিল মালিক সমিতির সভাপতি বাবলু বখত্, সহ সভাপতি আব্দুর রহিম খান, তামাবিল পাথর, চুনাপাথর ও কয়লা আমদানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক ছরোয়ার হোসেন ছেদু, গোয়াইনঘাট প্রেসক্লাবের সহ-সভাপতি মিনহাজ উদ্দিন, মুক্তিযোদ্ধা মোকাদ্দছ আলী, ইসমাইল হোসেন সুরুজ, ইউপি সদস্য লিটন মিয়া, বৃহত্তর জৈন্তা ট্রাক চালক সমিতির সভাপতি মোঃ নুরু মিয়া, সাধারণ সম্পাদক ইদন মিয়া, জাফলং ট্রাকচালক সমিতির সাবেক সভাপতি ফয়জুল ইসলাম, বর্তমান সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, জৈন্তাপুর উপজেলা শ্রমিক লীগ নেতা সেলিম আহমেদ, পিয়াইন পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, জাফলং বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শাহীন মিয়া, জাফলং পাথর শ্রমিক সংগঠনের সভাপতি আব্দুস শহীদ, সম্পাদক আব্দুস ছালাম, সানকী ভাঙ্গা মিতালী যুব সংঘের সভাপতি জাহিদ খান, মোহাম্মদপুর মিতালী সবুজ সংঘের সভাপতি হোসাইন ইসহাক, সম্পাদক নাজিম উদ্দিন, জাফলং পর্যটন কেন্দ্র ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি হোসেন মিয়া, প্রজন্ম জাফলংয়ের সভাপতি রিপন আহমেদ প্রমুখ। সমাবেশে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে গোয়াইনঘাট থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার এক সপ্তাহের মধ্যে জাফলং পাথর কোয়ারি সচলের আশ্বাস দিলে সংগঠনের নেতৃবৃন্দ সাময়িকভাবে কর্মসূচী স্থগিত করেন।
×