ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজার থেকে ৩০ হাজার কোটি রুপী তুলবে রিলায়েন্স

প্রকাশিত: ০৫:৫৮, ১৬ জানুয়ারি ২০১৭

পুঁজিবাজার থেকে ৩০ হাজার কোটি রুপী তুলবে রিলায়েন্স

রিলায়েন্স জিও ইনফোকমের সক্ষমতা ও নেটওয়ার্ক সেবা বাড়াতে প্রতিষ্ঠানটিতে আরও ৩০ হাজার কোটি রুপী বিনিয়োগ করবে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। টেলিকম ভেঞ্চারটিতে এ নিয়ে মোট বিনিয়োগ দাঁড়াবে ২ লাখ রুপীর বেশি। খবর ইন্ডিয়া টাইমসের। খবরে বলা হয়, কোম্পানিটি এই অর্থ রাইট ইস্যুর মাধ্যমে উত্তোলন করবে। ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জকে আজ এক নোটিসে এ তথ্য জানানো হয়েছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ কোম্পানিটির জন্য গতবছরও দুই কিস্তিতে বাজার থেকে ৩০ হাজার কোটি রুপী সংগ্রহ করে। এ পর্যন্ত এই ইউনিটতে রিলায়েন্স ১.৭১ লাখ রুপী বিনিয়োগ করেছে। গত ৫ সেপ্টেম্বর এটি বাণিজ্যিক কার্যক্রম শুরু করে। বাজারে থাকা ভারতী এয়ারটেল, ভোডাফোন ইন্ডিয়া ও আইডিয়াকে টেক্কা দিতে ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির এ প্রতিষ্ঠান শুরুতে গ্রাহক টানার ফাঁদ আঁটে। -অর্থনৈতিক রিপোর্টার
×