ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাণিজ্যমেলায় পাটজাত পণ্যে আগ্রহ ক্রেতাদের

প্রকাশিত: ০৫:৫৫, ১৬ জানুয়ারি ২০১৭

বাণিজ্যমেলায় পাটজাত পণ্যে আগ্রহ ক্রেতাদের

অর্থনৈতিক রিপোর্টার ॥ ক্রেতা দর্শনার্থীর উপস্থিতিতে জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা। বিক্রেতারা জানালেন, এখন বেচাবিক্রিও বাড়তে শুরু করেছে। পাট ও পাটজাতপণ্যের স্টলগুলো ঘুরে দেখা যায়, পাটের তৈরি ব্যাগ, পার্স, স্যান্ডেল, ফটোফ্রেম, এমন ছোটখাটো সব পণ্যের প্রতি বেশ আগ্রহ ক্রেতাদের। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার সময় যত গড়াচ্ছে, বাড়ছে ক্রেতা দর্শনার্থীর সংখ্যা। ছুটির দিনে সেই সংখ্যা বেড়ে যায় আরও কয়েকগুণ। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্যাভিলিয়ন জুট ডাইভারসিফিকেশন প্রমোশন। যেখানে ২৫টি ছোট ছোট স্টলে বিচিত্র সব পণ্য। এখানে পাটের তৈরি ছেলেদের ব্যাগ মিলছে ৬শ’ থেকে ১২শ’ টাকায়। আর মেয়েদের ব্যাগ ৩শ’ থেকে হাজার টাকা। এছাড়াও পাটের তৈরি আরামদায়ক স্যান্ডেলের দাম রাখা হয়েছে ২শ’ টাকা। পাটজাত এসব পণ্যের প্রতি আগ্রহও কম নেই ক্রেতাদের। দাম ও মান নিয়েও সন্তুষ্ট ক্রেতারা। মেলার মূল উদ্দেশ্য পণ্যের রফতানি আদেশ বাড়ানো। তার কতটা বাস্তবায়ন হচ্ছে, এমন প্রশ্নের জবাবে প্যাভিলিয়ন কর্মকর্তারা বলেন, পাটজাত পণ্যের ক্ষেত্রে সাড়া মিলছে বেশ। পাটের তৈরি নানা রকম ফটোফ্রেম পাওয়া যাচ্ছে ১শ’ থেকে ২শ’ টাকায়। এছাড়াও গৃহস্থালি নানা পণ্য মিলছে সরকারী এই প্যাভিলিয়নে।
×