ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাংলাদেশী পণ্যের মেলা বসছে নেপালে

প্রকাশিত: ০৫:৫৫, ১৬ জানুয়ারি ২০১৭

বাংলাদেশী পণ্যের মেলা  বসছে নেপালে

অর্থনৈতিক রিপোর্টার ॥ স্থাপনা ও নির্মাণ সামগ্রী, তৈরি পোশাক, পাট ও চামড়াজাত পণ্যসহ বাংলাদেশে তৈরি বিভিন্ন পণ্যের সম্ভার নিয়ে নেপালের রাজধানীতে পাঁচ দিনের মেলা শুরু হচ্ছে মঙ্গলবার। কাঠমান্ডুর ভৃকুটিম-প এক্সিবিশন হলে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে এই ১০০টি স্টল থাকবে বলে কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে। খবরে বলা হয়, বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস শুক্রবার এক সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশের বড় কোম্পানি ও উদ্যোক্তাদের মেলায় অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে। মেলার মধ্য দিয়ে নেপাল ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক আরও উন্নত হবে।
×