ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

২ কোটি কৃষকের কাছে সেবা পৌঁছে দিতে চায় এসিআই

প্রকাশিত: ০৫:৫৫, ১৬ জানুয়ারি ২০১৭

২ কোটি কৃষকের কাছে সেবা পৌঁছে দিতে  চায় এসিআই

স্টাফ রিপোর্টার ॥ কৃষি ব্যবসা ও সেবা প্রদানের মাধ্যমে ২০১৬ সালে দেশের প্রায় দেড় কোটি মানুষকে সেবা দিয়েছে এসিআই লিমিটেড। আর চলতি ২০১৭ সালে কোম্পানিটি ২ কোটি কৃষকের কাছে সেবা পৌঁছে দেয়ার লক্ষ্য নির্ধারণ করেছে। এসব সেবার মধ্যে রয়েছে ক্রপ কেয়ার, এনিমেল হেলথ, ফার্টিলাইজার, ক্রপেক্স, সীডস ও কৃষি প্রযুক্তি। শনিবার রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত বার্ষিক সম্মেলন-২০১৭’তে এসব তথ্য তুলে ধরেন এসিআই লিমিটেডের (এগ্রিবিজনেস) নির্বাহী পরিচালক ড. ফা হ আনসারী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসিআই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা। এছাড়া ওই অনুষ্ঠানে কোম্পানির উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, ২০১৬ সালে কোম্পানিটির বার্ষিক প্রবৃদ্ধি হয়েছে ২৬ শতাংশ। নীতি নির্ধারকদের প্রত্যাশা, কোম্পানিটির প্রবৃদ্ধির হার উত্তরোত্তর বৃদ্ধি পাবে। কোম্পানির নানা তথ্য তুলে ধরে অনুষ্ঠানে ড. ফা হ আনসারী বলেন, এদেশের অর্ধেক লোক কৃষিতে কাজ করে।
×