ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সেনা এলপিজি প্লান্ট ও সেনা সিমেন্টের উদ্বোধন

প্রকাশিত: ০৫:৫৫, ১৬ জানুয়ারি ২০১৭

সেনা এলপিজি প্লান্ট ও সেনা  সিমেন্টের উদ্বোধন

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটের মংলায় সেনা এলপিজি প্লান্ট ও সেনা সিমেন্ট ফ্যাক্টরির উদ্বোধন করেছেন সেনা প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। রবিবার দুপুরে মংলায় সেনা কল্যাণ সংস্থার এ নতুন ব্র্যান্ডের দুটি পণ্যের উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল ফিরোজ হাসান, সেনা এলপিজি ও সেনা সিমেন্ট প্রকল্প পরিচালক কর্নেল মোহা. নুরুল ইসলাম। সেনা কল্যাণ সংস্থার অন্যতম প্রকল্প মংলা সিমেন্ট ফ্যাক্টরির অত্যাধুনিক ইউরোপিয়ান প্রযুক্তি নির্ভর নতুন তৃতীয় ইউনিটে ‘সেনা সিমেন্ট’ ব্র্যান্ড ও এসকেএস এলপিজি প্লান্ট ‘সেনা এলপিজি’ ব্র্যান্ডের উদ্বোধন করতে মংলা আসেন সেনা প্রধান ও সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান জেনারেল আবুল বেলাল মোহাম্মদ শফিউল হক। সেনা কল্যাণের এ দুটি প্রতিষ্ঠানসহ অন্যান্য সকল প্রকল্প সশস্ত্র বাহিনীর কল্যাণে যেমন ভূমিকা রাখবে তেমনি দেশের অর্থনীতি এবং মানুষের কর্মস্থানের সহায়কও ভূমিকা রাখবে বলে আশাপ্রকাশ করেন সেনা প্রধান। মংলাবন্দরের স্থায়ী বন্দরের শিল্প এলাকায় সেনা কল্যাণ সংস্থা এ্যালিফ্যান্ট ব্র্যান্ড সিমেন্টের প্রথম বাজারজাত করে ১৯৯৬ সালে। তারপর চাহিদা অনুযায়ী ঘণ্টায় ১শ’ ১০ টন উৎপাদন সক্ষমতা নিয়ে একই সংস্থার নতুন ব্র্যান্ড সেনা সিমেন্ট বাজারে আসল। ব্যবসায়ীরা বলছেন, সেনা কল্যাণ সংস্থার এ পণ্য দুটির গুণগত মান অনেক ভাল। দ্রুতই বাণিজ্যিকভাবে এর বাজার প্রসার ঘটবে বলেও মনে করেন তারা। মংলাবন্দরের প্রথম শিল্প কারখানা সেনা কল্যাণ সংস্থার সেনা সেনা সিমেন্ট এবং সেনা এলপিজি তৈরিতে ব্যবহার করা হয়েছে বিশ্বের সর্বাধিক প্রযুক্তিতে।
×