ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সেলফি তুলতে গিয়ে কশে চড়!

প্রকাশিত: ০৫:৪৬, ১৬ জানুয়ারি ২০১৭

সেলফি তুলতে গিয়ে কশে চড়!

স্মার্টফোন-ক্যামেরার এ যুগে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে সেলফি। হাটে-মাঠে, স্কুল-কলেজে, এমনকি বিমান চালাতে গেলেও একটি সেলফি তোলা চাই। এ নিয়ে বিপত্তিও কম ঘটছে না। হালফ্যাশনে, কেতাদুরস্ত সেলফি তুলতে গিয়ে অহরহই ঘটছে বিভিন্ন আপত্তিকর ঘটনা। আর এমন এক ঘটনা ঘটে গেল ইন্দোনেশিয়ায়। সেলফি তুলতে গিয়ে ভ্রমণকারীদের একজন খেলেন ওরাংওটাংয়ের চড়। চড় খাওয়ার ওই দৃশ্যের ভিডিও প্রকাশ করা হয় ইউটিউবে। দর্শকের মধ্যে ভিডিওটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। ভিডিওটিতে দেখা যায়, ইন্দোনেশিয়ার বোর্নিও জঙ্গলের ভেতর দিয়ে বয়ে যাওয়া সেকোনিয়ার নদীতে ভ্রমণ করছিলেন কয়েকজন অভিযাত্রী। হঠাৎ জঙ্গল থেকে বের হয়ে আসে একটি ওরাংওটাং। কিছুক্ষণের মধ্যেই ওই অভিযাত্রীদের সঙ্গে বেশ বন্ধুত্ব গড়ে ওঠে ওরাংওটাংয়ের। তাদের হাত থেকে নিয়ে খাবার খাওয়াও শুরু করে এটি। জলজ্যান্ত একটি ওরাংওটাংকে কাছে পেয়ে সেলফি তোলার লোভ সামলাতে পারলেন না এক অভিযাত্রী। যেই ভাবা, সেই কাজ। ক্যামেরা নিয়ে পোজ দিতে শুরু করলেন। কিন্তু ওরাংওটাংয়ের মন বলে কথা। ব্যাপারটা মনে হয় ভাল লাগেনি প্রাণীটির। তাই সঙ্গে সঙ্গে ওই অভিযাত্রীর মুখে কষিয়ে একটা চড় বসাল এটি। চড় খাওয়া ওই ব্যক্তি আক্কেলগুড়ুম অবস্থা। তবে হাসতে হাসতে তিনি বললেন, ‘সে আমাকে নাকের ওপরে একটা চড় মারল।’ চড় মারার পর ওই অভিযাত্রীদের সঙ্গে বন্ধুত্বের সব পাট চুকিয়ে দিয়ে জঙ্গলের মধ্যে ঢুকে গেল ওরাংওটাংটি। Ñডেইলি মেইল অবলম্বনে
×