ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কাদির মোল্লা কনভেনশন সেন্টার নির্মাণ বন্ধের দাবি জাবিতে

প্রকাশিত: ০৫:৪৬, ১৬ জানুয়ারি ২০১৭

কাদির মোল্লা কনভেনশন সেন্টার নির্মাণ বন্ধের দাবি জাবিতে

জাবি সংবাদদাতা ॥ শিল্পপতি আবদুল কাদির মোল্লার নামে কনভেনশন সেন্টার নির্মাণ বন্ধ করতে রবিবার ‘জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয় সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে বিক্ষোভ মিছিল করে জাবি শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল শেষে শিক্ষার্থীরা জাবি উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের সঙ্গে দেখা করে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে ছয়টি দাবি তুলে ধরেন তারা। স্মারকলিপির আলোকে আলোচনা করে সিদ্ধান্ত নেয়ার আশ^াস দেয় প্রশাসন। থার্মেক্স গ্রুপ ও মজিদ মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান শিল্পপতি আবদুল কাদির মোল্লার নামে জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ে কনভেনশন সেন্টার নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় গত বৃহস্পতিবার। ভিসিকে দেয়া স্মারকলিপিতে শিক্ষার্থীদের দাবিগুলো হলোÑ মেয়েদের হল সংলগ্ন এলাকায় অবকাঠামো নির্মাণ করা যাবে না, কনভেনশন সেন্টার নির্মাণ বন্ধ করে বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে আন্তর্জাতিক কনফারেন্স সেন্টার করা যেতে পারে, খ্যাতিমান বা স্মরণীয় ব্যক্তিদের নাম ছাড়া অন্য কারও নামে কোন অবকাঠামোর নামকরণ করা যাবে না, বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্বার্থসংশ্লিষ্ট যে কোন সিদ্ধান্ত গ্রহণের আগে শিক্ষার্থীদের মতামত নিয়ে অধিকাংশ শিক্ষার্থীর মতকে প্রাধান্য দিতে হবে, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোকে বাণিজ্যিক প্রয়োজনে ব্যবহার করা যাবে না এবং মেয়েদের নিরাপত্তার জন্য বহিরাগত ব্যক্তি ও গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করতে হবে। এ বিষয়ে জাবি উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের স্মারকলিপি পেয়েছি। বিষয়টি আলোচনা করে পরে সিদ্ধান্ত নেয়া হবে’। কনভেনশন সেন্টার নির্মাণ নিয়ে জাবি প্রশাসনের পক্ষ থেকে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিকমানের কোন কনভেনশন সেন্টার নেই। বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন অনুভব করে শিল্পপতি আবদুল কাদির মোল্লা এই কনভেনশন সেন্টার নির্মাণের অনুদান নিয়ে এগিয়ে এসেছেন। এটি নির্মাণের পেছনে বাণিজ্যিক কোন উদ্দেশ্য নেই এবং অর্থদাতা প্রতিষ্ঠানের সঙ্গে কোন প্রকার শর্তাধীনে এই কনভেনশন সেন্টার নির্মাণ করা হচ্ছে না। এই সেন্টারকে কেন্দ্র করে আন্তর্জাতিকমানের গবেষণার পরিবেশ তৈরি হলে শিক্ষা ও গবেষণার মান বাড়বে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিকমানে উন্নীত করা সম্ভব হবে। এমতাবস্থায়, ‘আবদুল কাদির মোল্লা কনভেনশন সেন্টার’ সম্পর্কে কোন প্রকার বিভ্রান্তি সৃষ্টি না করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সহযোগিতা করার জন্য আহ্বান জানানো হচ্ছে।’ কৈফিয়ত ॥ ‘জাবিতে কাদের মোল্লার নামে কনভেনশন সেন্টার-তোলপাড়’ শিরোনামে প্রকাশিত সংবাদে ‘আবদুল কাদির মোল্লার’ জায়গায় ‘কাদের মোল্লা’ ছাপা হয়েছে।
×