ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

অন্য রকম

প্রকাশিত: ০৩:৩১, ১৬ জানুয়ারি ২০১৭

অন্য  রকম

কাটা পা... যুক্তরাষ্ট্রের ওকলাহামার ক্রিস্টি লোয়াল ডান পায়ে বিরল এক ক্যান্সার ধরা পড়ার পর চিকিৎসকেরা সেটি কেটে ফেলেন। তার কাটা পায়ের পাতাটি তাকে ফেরত দিতে ডাক্তারদের অনুরোধ করেন। অবাক হলেও একটি ‘বায়োহ্যাজার্ড’ ব্যাগে করে সেটি ক্রিস্টিকে দেন চিকিৎসক। সেটি পরিষ্কার করে একটি সাদা কঙ্কাল টুকরোতে পরিণত করে সেটি নিয়ে ছবি তুলতে শুরু করেন। ক্রিস্টির ভাষা, আমার অনেক টাকা বা শারীরিক সামর্থ্যও নেই। ফলে নতুন বা ভিন্ন কোন আইডিয়া মাথায় আসলে সে অনুযায়ী কঙ্কাল পা বের করে একটি ছবি তুলে ফেলি। সাধারণত পিঠব্যাগে করে সারাক্ষণই নিজের কাটা পা নিয়ে ঘোরেন ক্রিস্টি। -বিবিসি এ্যারোপ্লেনের শহর! যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের স্প্রুস ক্রিক শহরের প্রায় প্রত্যেকটি বাড়িতে রয়েছে একটি করে এ্যারোপ্লেন। শহরটিতে পাঁচ হাজার লোক বাস করে, রয়েছে ১ হাজার তিন শ’ বাড়ি ও সাত শ’ এ্যারোপ্লেন। শহরে চার হাজার ফুট লম্বা ও পাঁচ শ’ ফুট চওড়া রানওয়ে। যেখানে এলাকার লোকজনের এ্যারোপ্লেনগুলো ওঠানামা করে। এয়ারক্লাব, এ্যারোপ্লেন ভাড়া দেয়ার সংস্থা, ফ্লাইট ট্রেনিং শেখানো ও ২৪ ঘণ্টা নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। -এ্যামিউজিং প্ল্যানেট মরুভূমিতে তুষারপাত সাহারা মরুভূমিতে তুষারপাত হয়েছে। এজন্য বালিয়াড়ির ওপর তুষারের পাতলা স্তর দেখা গেছে। এই তুষার একদিনের মতো ছিল। সর্বশেষ ১৯৭৯ সালে তুষারপাত হয়েছিল। তখন আধাঘণ্টা তুষারঝড়ে জনজীবন স্থবির হয়ে পড়েছিল। সাহারায় গ্রীষ্মকালে গড় তাপমাত্রা ৩৭ ডিগ্রীর বেশি এবং শীতকালে মাইনাস ১০ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াসের কম হয়ে থাকে। -ওয়েবসাইট ব্যক্তি মর্যাদায় রোবট! রোবটদের ‘ইলেক্ট্রনিক পারসন’ হিসেবে আইনী মর্যাদা দেয়া হতে পারে ইউরোপে। ইউরোপিয়ান পার্লামেন্টের নতুন পরিকল্পনায় এমনটা রয়েছে। মেম্বার্স অব ইউরোপিয়ান পার্লামেন্ট (এমইপি) মানুষের সঙ্গে রোবট, এ্যান্ড্রয়েড ও অন্যান্য এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) কিভাবে সম্পর্ক স্থাপন করবে তার ওপর বিস্তৃত নীতিমালা প্রস্তাব করেছে। এই যন্ত্রগুলো নতুন শৈল্পিক বিবর্তনে প্রভাব ফেলবে। Ñমিরর
×