ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের শপথ অনুষ্ঠান বর্জনকারী কংগ্রেসম্যানের সংখ্যা বাড়ছে

প্রকাশিত: ০৩:৩১, ১৬ জানুয়ারি ২০১৭

ট্রাম্পের শপথ অনুষ্ঠান বর্জনকারী কংগ্রেসম্যানের সংখ্যা বাড়ছে

এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে ॥ ‘নারীদের সম্পর্কে কটু মন্তব্য, মুসলমানদের নিষিদ্ধ, অবৈধ ইমিগ্র্যান্টদের ঢালাওভাবে বহিষ্কার, মেক্সিকানদের ধর্ষক ও মাদক ব্যবসায়ী হিসেবে অভিহিত করা এবং চলাচলে অক্ষম এক সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহারকারী ব্যক্তিকে হোয়াইট হাউসে স্বাগত জানাতে বিবেক সায় দিচ্ছে না’-এমন অভিমত পোষণ করেছেন বর্জনকারীরা। ক্যালিফোর্নিয়ার কংগ্রেসম্যান বারবারা লী বলেন, ‘যিনি বর্ণবাদ, লিঙ্গবাদ, বিদেশী নাগরিক এবং ধর্মীয় বিদ্বেষমূলক মন্তব্য করেন, তার মতো লোককে সম্মান জানানো সম্ভব নয়। এমনকি তিনি প্রেসিডেন্ট হয়েছেন বলে উল্লাসও করতে পারব না। লী উল্লেখ করেন, আমি ক্যাপিটল হিলে থাকবো ট্রাম্পবিরোধী বিক্ষোভকারীদের পাশে। একই মত দিয়েছেন ইলিনয়ের কংগ্রেসম্যান লুইস গুটিরেজ। শপথ গ্রহণের পরদিন ক্যাপিটল হিলে নারী সমাবেশেও থাকবেন তারা। ২০ জানুয়ারি ক্যাপিটল হিলে শপথ নেবেন ৪৫তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
×