ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রথম মুসলিম-রিপাবলিকান কংগ্রেসম্যান হতে চান বাংলাদেশী মোহাম্মদ ভূইয়া

প্রকাশিত: ০৩:৩১, ১৬ জানুয়ারি ২০১৭

প্রথম মুসলিম-রিপাবলিকান কংগ্রেসম্যান হতে চান বাংলাদেশী মোহাম্মদ ভূইয়া

এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে ॥ মার্কিন কংগ্রেসে প্রথম মুসলিম-রিপাবলিকান সদস্য হবার দৌড়ে নেমেছেন মোহাম্মদ আলী ভূইয়া। জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টাস্থ ষষ্ঠ কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের কংগ্রেসম্যান টম প্রাইসকে ট্রাম্প প্রশাসনের স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মনোনয়ন দেয়ায় শীঘ্রই এ আসনটি শূন্য হবে। রিপাবলিকানদের এ আসনের বিশেষ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন বাংলাদেশী-আমেরিকান মোহাম্মদ আলী ভূইয়া। ১৩ জানুয়ারি শুক্রবার আনুষ্ঠানিক এ ঘোষণার সময় ঢাকার সন্তান এবং ১৯৮৬ সাল থেকে আটলান্টায় বসবাসরত অর্থনীতিবিদ মোহাম্মদ ভূইয়া বলেন, বিশেষ সুবিধাবাদি গোষ্ঠীর স্বার্থরক্ষার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ওয়াশিংটন। সাধারণ মানুষের কল্যাণে কেউই এখন আর কাজ করেন না। আমাদের সকলকে এখন সাধারণ নাগরিকের কল্যাণে মনোনিবেশ করতে হবে। না, এমন নাজুক অবস্থার অবসান ঘটাতে কংগ্রেসে পাঠাতে হবে সৎ এবং অভিজ্ঞতাসম্পন্ন ব্যবসায়ী/শিক্ষাবিদ অথবা সমাজকর্মে পরীক্ষিতদের, যারা নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী তার ভোটারদের স্বার্থকে প্রাধান্য দেবেÑ উল্লেখ করেন ভূইয়া। জর্জিয়া অঙ্গরাজ্যে রিপাবলিকানদের ক্ষমতা বেশি। তাই মোহাম্মদ ভূইয়া যদি দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন লাভে সক্ষম হন, তাহলে তার বিজয় ঠেকিয়ে রাখা সম্ভব হবে না বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন।
×