ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

হরিয়ানায় ক্ষুব্ধ চাষীদের চীনা প্রধানমন্ত্রীকে চিঠি

প্রকাশিত: ০৩:৩০, ১৬ জানুয়ারি ২০১৭

হরিয়ানায় ক্ষুব্ধ চাষীদের চীনা প্রধানমন্ত্রীকে চিঠি

রাজ্য সরকার সাহায্য করতে নারাজ। তাই বাধ্য হয়ে প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন হরিয়ানার খারখাদা অঞ্চলের কৃষকরা। জমি অধিগ্রহণকে কেন্দ্র করে রাজ্য সরকারের সঙ্গে দীর্ঘদিন ধরে লড়ছেন তারা। ভূমি বাঁচাও সংঘর্ষ সমিতি নামে একটি মঞ্চও গড়েছেন। এ অঞ্চলে ১০০০ কোটি মার্কিন ডলারের ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ তৈরির জন্য চীনের ওয়ান্দা গ্রুপকে বরাত দিয়েছিল ভূপিন্দর সিং হুডা’র সরকার। তাই প্রোজেক্টের কাজ রুখতে চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংকে চিঠি লিখল সমিতি। গত পাঁচ বছর ধরে সমিতি এই অধিগ্রহণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছে। দেশের শীর্ষ আদালতে এ নিয়ে মামলাও চলছে। চিঠিতে লেখা হয়েছে, হরিয়ানা সরকারকে কোন কৃষক জমি দেয়নি। অধিগ্রহণের কথা সম্পূর্ণ ভুল। দেহে প্রাণ থাকতে তারা জমি দেবেন না। প্রায় ১০ হাজার কৃষক পরিবার এই সমিতির সঙ্গে জড়িত রয়েছেন। সরকারের কাছে এদের দাবি ছিল, নতুন জমি অধিগ্রহণ আইন মেনে বেশি ক্ষতিপূরণ এবং ডেভেলপ করার পর প্লট। তবে কোন দাবিই মানতে অস্বীকার করে সরকার। চিঠিতে এও উল্লেখ করা হয়েছে, যে সুপ্রীম কোর্টে বিচারাধীন থাকা মামলায় পরিষ্কার লেখা রয়েছে মোট ২৮০০ একর জমির মালিক এবং কৃষকরা এই অধিগ্রহণের বিরুদ্ধে রয়েছেন। যদিও একথা রাজ্য সরকারের তরফ থেকে চীনের এই সংস্থার কাছে উল্লেখ করা হয়নি। উল্টো সংস্থার সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে সরকার। সমিতির সভাপতি হসরাজ রানা বলেন, ‘আমরা কৃষকরা দেশের খেটে খাওয়া শ্রেণী। আমরা চীনের সরকারের কাছে অনুরোধ করছি এই চুক্তি বাতিলের জন্য আপনারা প্রয়োজনীয় পদক্ষেপ নিন। যেখানে কমিউনিস্টরা সাধারণ মানুষের জন্য কাজ করেন সেখানে এই কাজ হলে আপনাদের দেশের কাছে এটা অত্যন্ত লজ্জাজনক দৃষ্টান্ত হিসেবে থেকে যাবে। Ñএই সময়
×