ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নিবৃত্ত করা যায়নি পরমাণু বোমা তৈরি থেকে ॥ জেমস ম্যাটিস

পাকিস্তানে মার্কিন সহযোগিতায় শর্তারোপ কাজে আসেনি

প্রকাশিত: ০৩:৩০, ১৬ জানুয়ারি ২০১৭

পাকিস্তানে মার্কিন সহযোগিতায় শর্তারোপ কাজে আসেনি

যুক্তরাষ্ট্রের হবু প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস সতর্কতাবাণী উচ্চারণ করে বলেছেন যে, পাকিস্তানের প্রতি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সহযোগিতায় শর্তারোপ সব সময় কাক্সিক্ষত ফল বয়ে আনেনি। খবর ডন অনলাইনের। ম্যাটিস তার অনুমোদন বিষয়ক শুনানিতে বলেন, আমাদের সহযোগিতায় শর্তারোপ পাকিস্তানের ক্ষেত্রে একটা মিশ্র ইতিহাস সৃষ্টি করেছে। কিন্তু প্রতিরক্ষামন্ত্রী হিসেবে অনুমোদন পেলে আমি সকল বিকল্প পর্যালোচনা করব। বিশেষ করে, পাকিস্তান ভিত্তিক জঙ্গী গ্রুপগুলোর প্রতি সমর্থনে যে কোন আচরণের আমাদের সতর্ক থাকতে হবে। যুক্তরাষ্ট্রের রাজধানীতে প্রায়ই উচ্চারিত এটা এক অস্পষ্ট ও অপ্রত্যক্ষ যুক্তি যে পাকিস্তানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে নেতিবাচক ফল এসেছে। যুক্তরাষ্ট্র ১৯৯০ এর দশকে পরমাণু অস্ত্র পরীক্ষা থেকে নিবৃত্ত করতে পাকিস্তানের ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করে। যারা সেদিন পাকিস্তানের বিরুদ্ধে ওই নিষেধাজ্ঞা আরোপের বিরোধিতা করেছিলেন তারা জোর দিয়ে বলেছেন যে, ওই ব্যবস্থা গ্রহণ করে দেশটিকে পরমাণু অস্ত্র উৎপাদন থেকে নিবৃত্ত করা যায়নি। প্রধানত ভারতের পরমাণু অস্ত্র পরীক্ষার পাল্টা ব্যবস্থা হিসেবে পাকিস্তান একইভাবে পরমাণু পরীক্ষা চালায়। তখন পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা কমে আসে এবং সেই সুযোগে বিস্তার লাভ করতে থাকে সন্ত্রাস। ম্যাটিস বলেন, পাকিস্তানের প্রতি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রে কোন শর্ত আরোপের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের আগে তিনি সিনেট সশস্ত্র সার্ভিস কমিটির সঙ্গে পরামর্শ করবেন। তিনি তার নীতি ব্যাখ্যার জন্য বৃহস্পতিবার ও শুক্রবার সিনেট প্যানেলের শুনানিতে উপস্থিত হন।
×