ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

যুদ্ধক্ষেত্রে অতিরিক্ত সুবিধা পাবেন না নারী সৈনিকরা ॥ জেনারেল রাওয়াত

প্রকাশিত: ০৩:৩০, ১৬ জানুয়ারি ২০১৭

যুদ্ধক্ষেত্রে অতিরিক্ত সুবিধা পাবেন না নারী সৈনিকরা ॥ জেনারেল রাওয়াত

‘সমান সুযোগ পেতে হলে সমান দায়িত্বও নিতে হবে।’ যুদ্ধক্ষেত্রের ফ্রন্টলাইনে আসতে চাইলে মেয়েদের সে কথা মাথায় রেখেই আসতে হবে বলে জানালেন ভারতের সেনাপ্রধান বিপিন রাওয়াত। যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে মহিলারা অতিরিক্ত কোন সুবিধা দাবি করতে পারবেন না বলে জানালেন নবনিযুক্ত আর্মি চীফ জেনারেল রাওয়াত। সেনাপ্রধানের দায়িত্ব নেয়ার পর নয়াদিল্লীতে আয়োজিত তাঁর প্রথম বার্ষিক কনফারেন্সে বিপিন রাওয়াত মনে করিয়ে দেন যে ফ্রন্টলাইনে অত্যন্ত প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে সেনা জওয়ানদের যেতে হয়। সেখানে ন্যূনতম কোন সুযোগ-সুবিধা একজন জওয়ান পান না। সে সব কথা মনে রেখেই যেন মহিলারা ফ্রন্টলাইনে আসেন। কারণ যুদ্ধক্ষেত্রে তাদের পুরুষ সহকর্মীদের সঙ্গে সমান দায়িত্ব ভাগ করে নিতে হবে। একজন পুরুষ সেনা যুদ্ধক্ষেত্রে যা যা করেন, ঠিক সেই সব কাজই একজন মহিলাকেও করতে হবে বলে জানান তিনি।
×