ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিশ্বব্যাংকের আর্থিক সহায়তা পেতে কেন্দ্রীয় ব্যাংকে ৬৬ প্রস্তাব

প্রকাশিত: ০২:৩০, ১৫ জানুয়ারি ২০১৭

বিশ্বব্যাংকের আর্থিক সহায়তা পেতে কেন্দ্রীয় ব্যাংকে ৬৬ প্রস্তাব

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত আর্থিক সেক্টর সাপোর্ট প্রকল্পসমূহের অধীন দীর্ঘ মেয়াদি অর্থ সহায়তার পেতে ৬৬ প্রস্তাব কেন্দ্রীয় ব্যাংকে জমা পড়েছে। এ ঋণের মোট পরিমাণ ৪০ কোটি ৩৬ লাখ মার্কিন ডলার। এর মধ্যে বেশ কিছু প্রস্তাব অনুমোদনও করা হয়েছে। এসব ঋণের সুদ হবে আড়াই থেকে সাড়ে তিন শতাংশ। বিভিন্ন বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসব প্রস্তাব বাংলাদেশ ব্যাংকে জমা পড়েছে। বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, আমরা ইতোমধ্যে নয় কোটি দুই লাখ মার্কিন ডলারের ১৯টি প্রস্তাব অনুমোদন দিয়েছি। এরমধ্যে এক কোটি ২০ লাখ মার্কিন ডলার বিতরণ করা হয়েছে, অনুমোদিত বাকি অর্থ বিতরণের অপেক্ষায় রয়েছে। কিছু কোম্পানি মূল অনুমোদনের বাইরেও বিতরণ করেছে এবং বাকি অর্থ মেশিন আমদানির জন্য এলসির মাধ্যমে বিতরণ করার প্রস্তাব প্রক্রিয়াধীন রয়েছে। ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের (আইডিএ) ওয়ার্ল্ড ব্যাংক এফএসএসপি’র আওতায় মোট ৩৫০ মার্কিন ডলার দিয়েছে। দেশে উৎপাদনশীল খাতের জন্য দীর্ঘ মেয়াদি ঋণের চাহিদা বেড়েছে। বাংলাদেশ ব্যাংক দেশের রপ্তানীমুখি শিল্পে দীর্ঘমেয়াদি ঋণ বিতরণে ৩১টি ব্যাংকের সাথে আলাদা আলাদা পার্টিসিপেটিং ফিন্যান্সিয়াল ইনিস্টিটিউট (পিএফআই) চুক্তি স্বাক্ষর করেছে। মোট অর্থের মধ্যে বিশ্বব্যাংক ৫০ কোটি মার্কিন ডলার দেবে এবং বাকি অর্থ বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে দেওয়া হবে। প্রকল্পের মেয়াদ ২০১৫ সালের ১ জুলাই থেকে ২০২১ সালের ৩১ মার্চ। দীর্ঘ মেয়াদি অর্থায়নের জন্য এফএসএসপির অধীনে ব্যাংকগুলো আড়াই থেকে সাড়ে তিন শতাংশ সুদে ৫ থেকে ১০ বছর মেয়াদি উত্পাদনমুখী শিল্পে ঋণ দিতে পারবে। এ বিষয়ে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) এম হাসেম চৌধুরী বলেন, চার কোটি মাকির্ন ডলারের আটটি কোম্পানি অনুমোদনের জন্য প্রস্তাব পেশ করা হয়েছে। ইতোমধ্যেই একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বাকি প্রস্তাবগুলো অনুমোদনের অপেক্ষায় রয়েছে। বেস্ট উল সোয়েটারের ব্যবস্থাপনা পরিচালক ২৮ লাখ ডলার ঋণের একটি প্রস্তাব পেশ করেছেন। বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যেই ট্রাস্ট ব্যাংক লিমিটেডের মাধ্যমে যার ২২ লাখ ডলারের একটি প্রস্তাব অনুমোদন করেছে।
×