ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়া ও রিজভীকে জাফরুল্লাহর পরামর্শ

প্রকাশিত: ০৭:৫৯, ১৫ জানুয়ারি ২০১৭

খালেদা জিয়া ও রিজভীকে জাফরুল্লাহর পরামর্শ

বিডিনিউজ ॥ বিভিন্ন বিষয়ে নিয়মিত সংবাদ মাধ্যমের সামনে আসা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে সংবাদ সম্মেলন করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন ডাঃ জাফরুল্লাহ চৌধুরী। শনিবার রাজধানীতে এক আলোচনা সভায় রিজভীর কর্মকাণ্ডের সমালোচনা করে বিএনপি সমর্থক এই পেশাজীবী নেতা বলেন, উনি প্রতিদিন স্টেটমেন্ট দিয়ে বেড়ান, কারও সঙ্গে আলাপ না করে ঘোষণা দিয়ে কিছু একটা করে কাগজ ছেড়ে দেন। এত বড় দলের ইয়েকে তো উপদেশ দেয়া যায় না, এই ধৃষ্টতা আমার নেই। তবে একটা সুপারিশ করতে পারি। রিজভী সাহেব অনুগ্রহ করে আর প্রেস কনফারেন্স করবেন না। রিজভীকে নিয়ে এক আত্মীয়ের বক্তব্য তুলে ধরে জাফরুল্লাহ বলেন, আজকে সকালে এখানে আসার জন্য তৈরি হচ্ছিলাম, তখন আমার এক আত্মীয় বললেন, সেখানে যদি রিজভী সাহেব থাকেন, তাকে একটা কথা বইলেন। এটা বোঝে না দেশের মানুষ কী শুনতে চায়, ঘরের মধ্যে থেকে শুধু...। তার ওই কথা শুনে সাবেক সামরিক শাসক এইচএম এরশাদের কথা মনে পড়ে যায় বলে জানান জাফরুল্লাহ চৌধুরী। ‘যখন এরশাদ সাহেব ক্ষমতায় ছিলেন, তখন উনি প্রতিদিন টেলিভিশনের পর্দায় আসতেন। আমার ছোট মেয়ে ছিল বৃষ্টি। সে বলত যে, বাবা- হু ইজ দ্যাট টেলিকাস্টার, হু কামস এভরি ডে। না না বৃষ্টি, হি ইজ আওয়ার প্রেসিডেন্ট এরশাদ।’ পরে এরশাদের সঙ্গে দেখা হলে আট-নয় বছরের মেয়ের ওই প্রশ্ন তাকে জানিয়েছিলেন এবং তাতে কাজ হয়েছিল বলে জানান তিনি। ‘উনার (এরশাদ) বুদ্ধি ছিল বলে এরপর থেকে উনি টেলিভিশনে এত বেশি আসতেন না। দুর্ভাগ্য, বিএনপির মাথায় সেটাও নাই, তারা সব কিছু জানে।’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতেই রিজভীর সমালোচনা করেন তিনি। রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ডেমোক্রেসি এ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ নামের একটি সংগঠন আয়োজিত ওই অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকেও নানা পরামর্শ দেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী। খালেদা জিয়াকে শিমুল বিশ্বাসের পাশাপাশি আরেকজন নারী সহকারী রাখার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘উনি সকাল ৮-৯টার সময় গুলশানের বাসায় যাবেন, দিনের ১-২টা পর্যন্ত থাকবেন, কর্মীদের সঙ্গে নেত্রীর দেখা করানোর ব্যবস্থা নেবেন।’
×