ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এটিএনবাংলায় ‘মিস্টার টুইস্ট নাভীদ মাহবুব শো’

প্রকাশিত: ০৬:২৯, ১৫ জানুয়ারি ২০১৭

এটিএনবাংলায় ‘মিস্টার টুইস্ট নাভীদ মাহবুব শো’

সংস্কৃতি ডেস্ক ॥ টেলিভিশন চ্যানেলে বিভিন্ন ধরণের অনুষ্ঠান হয়। দিন দিন চ্যানেলের সংখ্যা বাড়লেও দর্শকপ্রিয় ও কমেডি অনুষ্ঠান কমই হয়। দীর্ঘদিন ধরে এই বিষয়ে এক ধরণের শূন্যতা বিরাজ করছে। এবার এই শুন্যতা পুরণে উদ্যোগ নিয়েছে এটিএন বাংলা। চ্যানেলে প্রথবারের মতো প্রচার হবে সূক্ষ রসিকতামূলক সাপ্তাহিক অনুষ্ঠান ‘মিস্টার টুইস্ট নাভীদ মাহবুব শো’। এ উপলক্ষে শনিবার এটিএন বাংলার স্টুডিওতে এক ‘প্রিমিয়ার শো’ এবং চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এটিএন বাংলার উপদেষ্টা (অনুষ্ঠান) নওয়াজীশ আলী খান, উপদেষ্টা (বিক্রয় ও বিপনন) এম শামসুল হুদা, অনুষ্ঠানের প্রযোজক ও উপস্থাপক নাভীদ মাহবুব, মিস্টার টুইস্টসের প্রতিনিধি আশফাকুর রহমানসহ এটিএন বাংলার উর্ধ্বতন প্রতিনিধিরা। ‘মিস্টার টুইস্ট নাভীদ মাহবুব শো’ অনুষ্ঠানটি আগামী ১৭ জানুয়ারি থেকে প্রতি মঙ্গলবার রাত ৮-৪০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে। সূক্ষ্ম রসিকতামূলক সাপ্তাহিক এ অনুষ্ঠানটি রচনা, প্রযোজনা ও উপস্থাপনায় রয়েছেন প্রকৌশলী, কর্পোরেট কর্ণধার, লেখক ও কমেডিয়ান নাভীদ মাহবুব। অনুষ্ঠানে রয়েছে সাম্প্রতিক ও পারিপার্শ্বিক বিষয় আর দৈনন্দিন জীবন ভিত্তিক নাভীদ মাহবুবের কমেডি। আরও রয়েছে বিশিষ্ট অতিথিদের নিয়ে নাভীদের রসাত্মক আড্ডা। তারকা শিল্পী, উর্ধতন কর্মকর্তা, রাজনীতিবিদ, খেলোয়াড়, গায়ক, অভিনেতা, লেখক, সাংস্কৃতিক জগতের জনপ্রিয় মুখগুলো অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন। এছাড়াও মাঝে মাঝে থাকবে কমেডিয়ানদের কমেডি, হাস্যরসাত্মক ‘স্কিট’, সাম্প্রতিক ও সামাজিক বিষয়ের উপর সংবাদ পাঠের কায়দায় নাভীদের বিশ্লেষণ, স্টুডিও’র বাইরে থেকে নাভীদের রসাত্মক পরিবেশন আর সচেতনতামূলক তথ্য।
×