ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সায়মন-মনিষার ‘জল শ্যাওলা’

প্রকাশিত: ০৬:২৬, ১৫ জানুয়ারি ২০১৭

সায়মন-মনিষার ‘জল শ্যাওলা’

স্টাফ রিপোর্টার ॥ ‘জল শ্যাওলা’ চলচ্চিত্রে নতুন জুটি হচ্ছেন চিত্রনায়ক সাইমন সাদিক ও নবাগতা মানসী প্রকৃতি। চলচ্চিত্রটি নির্মাণ করছেন তরুণ নির্মাতা জেসমিন আক্তার নদী। আসাদুজ্জামান বাবলুর গল্পে এর চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন তারিকুল ইসলাম ভূইয়া। নির্মাতা নদী জানান, আগামী ১৮ জানুয়ারি চলচ্চিত্রের শূটিং শুরু হবে। এটি একটি শিশুতোষ চলচ্চিত্র। মূলত পথশিশুদের নিয়েই আবর্তিত হবে এর গল্প। একজন ফটোসাংবাদিকের চরিত্রের মধ্য দিয়ে দেশ ও সমাজের অসঙ্গতিগুলো দেখানো হয়েছে।ওই ফটোসাংবাদিক মেয়েটির অনুভূতি যেন আমারই মনেরই বহিঃপ্রকাশ। রূপকভাবে ছবির প্রতিটি চরিত্রের মাধ্যমে দেশের শোষিত-শাসিত শ্রেণীর পাশাপাশি ইতিহাস বিকৃত করার গল্প বলার চেষ্টা করা হয়েছে। জানি ছবিটি নিয়ে কিছুটা হলেও বিতর্কের সৃষ্টি হবে। কিন্তু আমি ভীত নই। কাউকে না কাউকেতো দেশের জন্য এ দায়িত্বটা নিতেই হবে। আশা করি দর্শকদের ঠিক ভিন্ন ধাঁচের একটি গল্প কিন্তু বাস্তব ঘটনা উপহার দিতে পারব। প্রকৃতি বলেন, ছবিতে আমি একজন ফটোগ্রাফারের চরিত্রে অভিনয় করব। যে কিনা সমাজের কিছু অবহেলিত শিশুদের দেশের মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্য শিখানোর দায়িত্ব নেন। সায়মন সাদিক বলেন, ছবির কাহিনী আর আমার চরিত্রটি ভাল লেগেছে বলেই সম্মত হয়েছি। আর আমার কো-আর্টিস্ট মানসী প্রকৃতির সাথে একবার দেখা হয়েছে। দেখেই মনে হয়েছে ওর চরিত্রটির জন্য খুবই পারফেক্ট। আশা করছি আমাদের জুটি দর্শকনন্দিত হবে। টাইমস্ ওয়ার্ন্ড মিডিয়া লি. প্রযোজিত এ ছবিতে আরও অভিনয় করবেন-পীযুষ বন্দোপাধ্যায়, রেহেনা জলি, রিপন খান, সিমান্ত, জিসান, সুজন মাজাহার, অপ্সরা মনি, মাস্টার ইমন, রাজু, অনিক, তানিশা, তানভীর প্রমুখ। ছবিতে মোট পাঁচটি গান থাকবে। সঙ্গীত পরিচালনা করবেন আনোয়ার সিকদার টিটন। গানের কথা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার, খায়রুল বাশার হিরন এবং জিয়াউদ্দিন আলম। ফাইট ডিরেক্টর আরমান, চিত্রগ্রহণ সবুজ, রূপসজ্জায় জাহাঙ্গীর।
×