ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজধানীতে ৪ দিনব্যাপী ‘বগড়্যার মেলা’

প্রকাশিত: ০৬:২৫, ১৫ জানুয়ারি ২০১৭

রাজধানীতে ৪ দিনব্যাপী ‘বগড়্যার মেলা’

স্টাফ রিপোর্টার ॥ ‘বগড়্যার মেলাত বাজ্যা উঠুক মহামিলনের ছন্দিত সুর’ সেøাগানে রাজধানীর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ঢাকায় বৃহত্তর বগুড়া সমিতি ও সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার যৌথ উদ্যোগে ৪ দিনব্যাপী ‘বগড়্যার মেলা-২০১৭’ শুরু হয়েছে। শুক্রবার বিকেলে ঢাকায় প্রথমবারের মতো আয়োজিত এ মেলার উদ্বোধন করেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ও এমডি মাহফুজুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ বগুড়া-৬ আসনের এমপি নুরুল ইসলাম ওমর। বৃহত্তর বগুড়া সমিতির সভাপতি মাসুদুর রহমান রন্টুর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম তালুকদার, ওয়ানফার্মার এমডি কেএসএম মোস্তাফিজুর রহমান, বগুড়ার টিএমএসএসএর নির্বাহী পরিচালক অধ্যাপক ড. হোসনে আরা, বগুড়া সমিতির সাধারণ সম্পাদক একেএম কামরুল ইসলাম, মেলা কমিটির আহ্বায়ক শামসুল হুদা, যুগ্ম-আহ্বায়ক তৌফিক হাসান ময়না প্রমুখ। আলোচনা শেষে আঞ্চলিক গান, বগুড়ার ঐতিহ্যবাহী লাঠিখেলা, আঞ্চলিক নাটক পরিবেশনারসহ বিভিন্ন লোকজ সংস্কৃতি তুলে ধরা হয় । বগুড়ার ইতিহাস ও ঐতিহ্য শিল্প-সাহিত্য-সংস্কৃতিকে দেশবাসীর কাছে পরিচিত করাতে বগুড়ার বিভিন্ন প্রতিষ্ঠান স্টলে তাদের পসরা সাজিয়েছেন। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে। দ্বিতীয় পর্বে রাত ৭টায় বৃহত্তর বগুড়া সমিতি শিক্ষা ট্রাস্টের উদ্যোগে বগুড়ার অসচ্ছল ও মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তির চেক হস্তান্তর করা হয়। এরপর বগুড়া ডাইরেক্টরি প্রকাশনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দ্বিতীয় পর্বে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক। আগামীকাল সোমবার মেলা শেষ হবে। এ মেলার মধ্য দিয়ে বৃহত্তর বগুড়া জেলার শিল্প-সাহিত্য-সংস্কৃতি ও ইতিহাস-ঐতিহ্যকে ঢাকাসহ সমগ্র দেশবাসীর কাছে পরিচিত করানো সম্ভব হবে বলে আশা করছেন আয়োজকরা। এদিকে এই মেলায় উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়ার বিভিন্ন সমস্যা সমাধান ও উন্নয়নে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সরকারের কাছে দাবি তুলে ধরার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ এমপি নুরুল ইসলাম ওমর। বিরোধীদলীয় হুইপ বলেন, বগুড়ার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে দাবি তুললে তা বাস্তবায়ন সম্ভব। তিনি আরও বলেন, বগুড়ায় বিশ্ববিদ্যালয় ও বিভাগ হওয়া দরকার। আমরা বগুড়ার উন্নয়ন চাই। তবে কী কী উন্নয়ন চাই, সেটা নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কথা বলতে হবে। এ সময় বগুড়ায় আরও কী কী উন্নয়ন হওয়া দরকার, সংবাদ সম্মেলন করে সেই সংক্রান্ত দাবিসমূহ সরকারের কাছে তুলে ধরতে বৃহত্তর বগুড়া সমিতির নেতাদের প্রতি আহ্বান জানান তিনি। তিনি বলেন, অবহেলিত বগুড়াবাসীকে উন্নয়নে সচেষ্ট হতে হবে। মেলার উদ্ধোধক এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান-এমডি মাহফুজুর রহমান বগুড়ার উন্নয়নে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। বগুড়ার সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে মাহফুজুর রহমান বলেন, আপনারা বগুড়ার উন্নয়নে জাতীয় সংসদে প্রকল্প পাস করান। শুধু ছোট নয়, বড় প্রকল্পও পাস করান। সেসব প্রকল্প বাস্তবায়নে চীন থেকে অর্থায়ন করে দেয়ার কথা জানান মাহফুজুর রহমান।
×