ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ক্যাম্পাস সংবাদ

প্রকাশিত: ০৬:০২, ১৫ জানুয়ারি ২০১৭

ক্যাম্পাস সংবাদ

বিইউবিটি এ্যালামনাই এ্যাসোসিয়েশন বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)-এর এ্যালামনাই এ্যাসোসিয়েশান গঠনের অনুষ্ঠান সম্প্রতি বিইউবিটির রূপনগর ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এএফএম সরওয়ার কামাল। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর মোঃ আবু সালেহ। বিইউবিটি এ্যালামনাই এ্যাসোসিয়েশানের আহ্বায়ক, বিইউবিটির জয়েন্ট রেজিস্ট্রার ও বিইউবিটির ইএমবিএ প্রোগ্রামের ১ম ইনটেকের ছাত্র এ এইচ এম আজমল হোসেন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিইউবিটির ট্রেজারার প্রফেসর মোঃ এনায়েত হোসেন মিয়া, সম্মানিত প্রক্টর প্রফেসর মিঞা লুৎফার রহমান এবং বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ডীনবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ড. মোঃ হারুন-অর রশিদ, কন্ট্রোলার অব এক্সামিনেশন্স, প্রফেসর এবি মোঃ বদরুদ্দোজা মিয়া, বিভিন্ন অনুষদের চেয়ারম্যান এবং শিক্ষক-শিক্ষিকা। বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর আব্দুল্লাহ আল আজাদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। বিইউপিতে নতুন ভাষা শিক্ষা কোর্স সম্প্রতি অজঅইওঈ, ঈঐওঘঊঝঊ অঘউ ঋজঊঘঈঐ খঅঘএটঅএঊ ঈঙটজঝঊঝ” এর ঙঢ়বহরহম ঈবৎবসড়হু মিরপুর সেনানিবাসস্থ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ‘বিজয় অডিটোরিয়ামে’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ভাইস চ্যান্সেলর মেজর জেনারেল মোঃ সালাহ্উদ্দিন মিয়াজী, আরসিডিএস, পিএসসি। বিশেষ অতিথি ছিলেন বিইউপির উপ-উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ, বিটিএফও। অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিইউপির রেজিস্ট্রার, চিফ ফাইন্যান্স অফিসার, পরীক্ষা নিয়ন্ত্রক, কলেজ পরিদর্শক, সকল ডিন, বিভিন্ন বিভাগের প্রধানগণ, শিক্ষক, শিক্ষিকা এবং ছাত্রছাত্রীবৃন্দ। ক্যাম্পাস প্রতিবেদক
×