ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

লৌহজংয়ে এমিলির কম্বল বিতরণ

প্রকাশিত: ০৬:০০, ১৫ জানুয়ারি ২০১৭

লৌহজংয়ে এমিলির কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ লৌহজংয়ে উপজেলার হলদিয়া গ্রামে সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি শুক্রবার রাতে দরিদ্র পরিবারের ঘরে ঘরে গিয়ে নতুন কম্বল তুলে দেন। এই সময় পৌষের শীতে কাতর ইসমত আরা সন্তান কোলে নিয়ে ঘর থেকে বের হতেই গায়ে জড়িয়ে দেন নতুন কম্বল। শীতে এই নতুন কম্বলের উষ্ণতা পেয়ে খুশিতে আবেগাপ্লুত হন দক্ষিণ হলদিয়া গ্রামের মলিন চেহারার ইসমত আরা। এর কিছু দূরেই বৃদ্ধ হাসনা বেগমের ঘর। শীতে থর থর করে কাঁপছিলেন এই বৃদ্ধা। তার গায়ে রঙিন নতুন কম্বল জড়িয়ে দিয়ে বুকে টেনে নেন তিনি। হাসনা বেগম যেন খুশিতে আত্মহারা। এভাবে গভীর রাত অবধি ঘরে ঘরে গিয়ে গবির শীতার্তদের উষ্ণতা দেন তিনি। দক্ষিণ হলদিয়া ছাড়াও গোয়ারী মান্দ্রা, পূর্ব শিমুলিয়াসহ আশপাশের গ্রামগুলোতে এই কম্বল নিয়ে হাজির হন এমিলি। নিলুফা বেগম, সমির ফকির, উজ্জ্বল, অঞ্জু রানীসহ প্রায় এক হাজার ৫শ’ শীতার্ত ঘরে বসে নতুন কম্বল পেয়ে বিস্মিত হন। জানুয়ারি মাসের প্রথম থেকেই তিনি শুরু করছেন এ কর্মসূচী। একেক দিন ২-৩টি ইউনিয়নে তিনি কম্বল বিতরণ করে চলেছেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল রশীদ সিকদার, সপরিবারে ‘মার্ন্যাবর’র ব্যবস্থাপনা পরিচালক জিল্লুর রহমান রিপন মৃধা, এবা গ্রুপের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান শিপন মৃধা, থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বিএম শোয়েব, কেএম শহিদুল ইসলাম মেনোজ, পাভেল সাহাবুদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি ওমর ফারুক রাজিব বাছার, মুর্তুজা খান, আবুল মোল্লা, মাওলা প্রমুখ। ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর, ১৪ জানুয়ারি ॥ কচুয়ায় গরিব মেধাবী ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। শনিবার উপজেলার সাচার ও রহিমানগর উচ্চ বিদ্যালয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপির ব্যক্তিগত তহবিল থেকে ২১টি উচ্চ বিদ্যালয়ে ১শ’ ৮০ ছাত্রীর মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করেন। এ সময় কচুয়া উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির, নির্বাহী অফিসার মুহম্মদ আশরাফ হোসেন, শাহবাগ থানার আওয়ামী লীগের সভাপতি জিএম আতিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
×