ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নাটোরে বোমা তৈরির সরঞ্জামসহ তিন জঙ্গী আটক

প্রকাশিত: ০৬:০০, ১৫ জানুয়ারি ২০১৭

নাটোরে বোমা তৈরির সরঞ্জামসহ তিন জঙ্গী আটক

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১৪ জানুয়ারি ॥ নাটোরে বিপুল পরিমাণ টাইম বোমা তৈরির সরঞ্জাম, ৪টি পিস্তল, ৬টি ম্যাগজিন, ১৭ রাউন্ড গুলিসহ জঙ্গী সংগঠনের ৩ সদস্যকে আটক করেছে বগুড়া গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম। শুক্রবার রাতে সদর উপজেলার চাঁদপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত ফজলুর রহমান চাঁদপুর গ্রামের মোতালেব প্রামাণিকের ছেলে। তবে বাকি দুইজনের পরিচয় জানা যায়নি। নাটোরের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার জানান, সম্প্রতি বগুড়ায় এক জেএমবি সদস্যকে গ্রেফতার করে সেখানকার পুলিশ। গ্রেফতারকৃত ওই জেএমবি সদস্যের স্বীকারোক্তি অনুয়ায়ী শুক্রবার রাতে সদর উপজেলার চাঁদপুর গ্রামের ফজলুর রহমানের বাড়িতে অভিযান চালায় বগুড়া ডিবি পুলিশের একটা বিশেষ দল। এ সময় ফজলুর রহমানের বাড়ি থেকে ৪টি পিস্তল, ৬টি ম্যাগজিন, ১৭ রাউন্ড গুলি এবং টাইম বোমা বানানোর বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় আটক করা হয় ফজলুর রহমানসহ ৩ জনকে। তবে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, আটককৃতরা জঙ্গী সংগঠনের সদস্য। এদিকে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজশাহী রেঞ্চের ডিআইজি খুরশিদ হোসেন, নাটোরের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার। এ সময় রাজশাহী রেঞ্জের ডিআইজি খুরশিদ আলম সাংবাদিকদের বলেন, বিশ্ব এজতেমায় নাশকতা করতে জঙ্গী গোষ্ঠী জড়ো হচ্ছিল। কিন্তু পুলিশের নজরদারিতে থাকার কারণে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম অস্ত্রসহ আটক করা সম্ভব হয়েছে। অর্থমন্ত্রী রামপাল বিদ্যুতকেন্দ্র পরিদর্শন করবেন আজ স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ আজ রবিবার অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বাগেরহাট আসছেন। তিনি রামপাল বিদ্যুতকেন্দ্র, মংলা বন্দর, কালেক্টরেট, নাগেরবাড়ী ও ঐতিহ্যবাহী পিসি কলেজ পরিদর্শন করবেন। রবিবার সকাল সাড়ে ১০টায় হেলিকপ্টারে রামপাল পৌঁছে নির্মাণাধীন কয়লাভিত্তিক ১৩২০ মেগাওয়াট মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট এলাকা পরিদর্শন করবেন। রামপাল বিদ্যুতকেন্দ্র পরিদর্শন শেষে বেলা ১২টায় মংলাবন্দর পরিদর্শনে যাবেন অর্থমন্ত্রী। সেখান থেকে বাগেরহাট পৌঁছে দুপুর দেড়টায় জেলা প্রশাসকের কার্যালয়, নাগেরবাড়ী ও পিসি কলেজ পরিদর্শন করবেন। সংসদ সদস্য এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা বলেন, তৎকালীন বাগেরহাটের প্রথম মহাকুমা প্রশাসক ছিলেন আবুল মাল আব্দুল মুহিত। কর্মকা-ের কারণে তিনি এখানে অত্যন্ত জনপ্রিয়। সঙ্গত কারণে তার আগমনে জেলাব্যাপী বাড়তি আগ্রহ এবং উচ্ছ্বাস-উদ্দীপনা রয়েছে।
×