ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গাইবান্ধার মাছের খামার ঘরে অগ্নিসংযোগ

প্রকাশিত: ০৫:৫৯, ১৫ জানুয়ারি ২০১৭

গাইবান্ধার মাছের খামার ঘরে অগ্নিসংযোগ

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৪ জানুয়ারি ॥ গাইবান্ধার পশ্চিম কোমরনই বাহারবন এলাকায় মাছের খামারের টিনের ঘরে শনিবার ভোরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে খামারের পুকুর থেকে মাছ চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে গাইবান্ধা সদর থানায় খামার মালিক শহরের ডেভিড কোম্পানীপাড়ার শেখ মিলন আহমেদ একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা গেছে, ওই মাছের খামার সংলগ্ন এলাকায় সরকারপাড়ার শামছুল হকের ছেলে লিয়ন, ফজলার রহমানের ছেলে মুকুল মিয়া ও পশ্চিম কোমরনই বাহারবন এলাকার ছাবেদ আলীর ছেলে সেলিম সরকারসহ তার সহযোগী ৫ সন্ত্রাসী দীর্ঘদিন যাবত ওই খামারটি নানা অজুহাতে জবর দখলের পাঁয়তারা চালাচ্ছিল। এছাড়া তারা সুযোগ পেলেই খামারের পুকুর থেকে রাতে মাছ চুরি করে নিয়ে যেত বলেও অভিযোগ রয়েছে। এরই একপর্যায়ে পূর্ব শত্রুতার জের ধরে শনিবার ভোরে তারা বাহারবনের ওই মাছ খামারের টিনের ঘরে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। ফলে আগুনে পুড়ে ওই ঘরে রক্ষিত মাছের খাবার, জাল, বানা, আসবাবপত্র এবং ঘরসহ লক্ষাধিক টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়। বাবুল সম্পাদক পদে পুনর্নির্বাচিত ময়মনসিংহ প্রেসক্লাব স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহ প্রেসক্লাবের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে দৈনিক জনকণ্ঠের ময়মনসিংহস্থ স্টাফ রিপোর্টার বাবুল হোসেন পুনর্নির্বাচিত হয়েছেন। শুক্রবার অনুষ্ঠিত হয় এ নির্বাচন। নির্বাচিত অপর কর্মকর্তারা হচ্ছেন সহসভাপতি এজেডএম ইমাম উদ্দিন মুক্তা (বাসস ও বেতার) ও ডাঃ কেআর ইসলাম, কোষাধ্যক্ষ ফারুকুজ্জামান খান (সাপ্তাহিক জামান), যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম (দৈনিক নয়া দিগন্ত), বিভাগীয় সম্পাদক অমিত রায় (বাংলা ভিশন), আমিনুল ইসলাম(ডেইলি স্টার), মামুন মাহফুজ এ্যাডভোকেট (সাপ্তাহিক পরিধি), ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান, সদস্য অধ্যাপক মুহাম্মদ রিয়াজুল ইসলাম, মীর গোলাম মোস্তফা (দৈনিক সমকাল), আব্দুল হাশিম (দৈনিক জাহান) রবীন্দ্র নাথ পাল (দৈনিক আজকের বাংলাদেশ), এ্যাডভোকেট মোজাম্মেল হক ও এমএ মতিন। স্কুলভিত্তিক কুইজ প্রতিযোগিতা নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ১৪ জানুয়ারি ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ৮টি মাধ্যমিক বিদ্যালয়ের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি আয়োজন করেন উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘তারুণ্যের বিজ্ঞান’। শনিবার সকালে উপজেলার জনতা উচ্চ বিদ্যালয়ের সেমিনার হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কুইজ প্রতিযোগিতায় জনতা উচ্চ বিদ্যালয়, জাঙ্গীর উচ্চ বিদ্যালয়, প্রগতি উচ্চ বিদ্যালয়, আমাদিয়া উচ্চ বিদ্যালয়, কালনী উচ্চ বিদ্যালয়,আব্দুল হক্ব ভুঁইয়া ইন্টারন্যাশনাল স্কুল, এইচআর মডেল স্কুল ও কর্ডোভা প্রি-ক্যাডেট স্কুলসহ মোট ৮টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। স্কুলব্যাগ ও টিফিনবক্স বিতরণ নিজস্ব সংবাদদাতা, মোহনগঞ্জ, নেত্রকোনা, ১৪ জানুয়ারি ॥ নেত্রকোনার বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মিডডে নিশ্চিতকরণের লক্ষ্যে শনিবার শিক্ষার্থীদের মধ্যে স্কুলব্যাগ ও টিফিনবক্স বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সিংধা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা নিবাহী কর্মকর্তা মোশারফ হোসেন খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যামসুন্দর সিকদার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন সচিবালয়ের সচিব নূরুন নবী তালুকদার ও জাতিসংঘের উর্ধতন কর্মকর্তা মোশতাক আহমেদ।
×