ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অনিয়মের প্রতিবাদ করায় মামলা দিয়ে হয়রানি

প্রকাশিত: ০৫:৫৮, ১৫ জানুয়ারি ২০১৭

অনিয়মের প্রতিবাদ করায় মামলা দিয়ে হয়রানি

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৪ জানুয়ারি ॥ সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমপুর বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে বিদ্যালয় পরিচালনায় নানা অনিয়ম-দুর্নীতি ও ম্যানেজিং কমিটিকে কুক্ষিগত করে রাখার অভিযোগ পাওয়া গেছে। ফলে এই বিদ্যালয়টিতে ছাত্রীদের লেখাপড়াসহ শিক্ষার পরিবেশ বিঘিœত হচ্ছে। এর প্রতিবাদ করাসহ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনে অংশ নেয়ায় বিদ্যালয়ের অভিভাবক, দাতা সদস্য ও খোর্দ্দকোমপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক আব্দুল জব্বারের বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় ৭ লাখ টাকা চাঁদা আদায়ের দাবিতে একটি মিথ্যা বানোয়াট মামলা দায়ের করা হয়। এই ঘটনায় বিদ্যালয়ের সচেতন অভিভাবকসহ এলাকাবাসীরা বিক্ষুব্ধ হয়ে উঠেছে এবং এই অন্যায়ের প্রতিকার দাবি করেছে। শনিবার গাইবান্ধা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল জব্বার বলেন, মোঃ ওয়ালিউর রহমান বোরহান বিএনপি’র একজন কট্টর সমর্থক। বিদ্যালয়টিকে একটি পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে বিদ্যালয়ের এডহক ম্যানেজিং কমিটিতে তার আপন ভাগ্নে মোঃ ফিরোজ কবিরকে বেআইনীভাবে সভাপতি হিসেবে মনোনীত করেন। এর প্রতিবাদ করায় যুবলীগ নেতা চিকিৎসক আব্দুল জব্বারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে জঙ্গী বানানোর অপচেষ্টা চালায়। কিন্তু তাতেও ব্যর্থ হয়। ফলে পরবর্তীতে ওই যুবলীগ নেতার যোগসাজশে সাক্ষীদের দ্বারা সাক্ষ্য দিয়ে হয়রানিমূলক চাঁদাবাজির মামলাটি দায়ের করেন। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন আব্দুল কুদ্দুস জলিল, ফেরদৌছ ম-ল, শাহী মিয়া, মোকাব্বর মিয়া, তাহারুল ইসলাম, ইস্রাফিল, অরবিন্দু চন্দ্র, তাজু মিয়া, মুকুল মিয়া, বাদল, সিদ্দিক মিয়া, আমিনুর রহমান, রওশন মিয়া, শাহ মীর, আব্দুল মালেক, রানা মিয়া, ফুল মিয়া প্রমুখ। গফরগাঁওয়ে জামিনে এসেই আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ গফরগাঁও পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হককে কুপিয়ে জখম করেছে হত্যা মামলায় জামিনে থাকা আসামিরা। অভিযোগ, ওয়ার্ড কাউন্সিলর আনিসুরের নেতৃত্বে জামিনে থাকা আসামিরা শুক্রবার রাতে কুপিয়ে জখম করে আজিজুলকে। গত পৌরসভা নির্বাচনে বিরোধের জেরে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কাউন্সিলর আনিসুরের সমর্থকরা গফরগাঁও পৌরসভার নতুন বাজার এলাকায় এই হামলা চালায়। গুরুতর অবস্থায় শুক্রবার রাতে আজিজুলকে ময়মনসিংহ মেডিক্যাল ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানায়, ২০১৫ সালের ১৬ ডিসেম্বর আজিজুলের বাড়ি-ঘরে হামলা চালানোর সময় সংঘর্ষে আজিজুলের মা রাবেয়া খাতুন মারা যান। এই মামলার প্রধান আসামি আনিুসর ও তার ভাই শামসুল হকসহ আরও কয়েকজন। বর্তমানে শামসুল হক জেলহাজতে থাকলেও আনিসুর রহমানসহ বাকিরা জামিনে। ওই নির্বাচনে আজিজুলকে হারিয়ে কাউন্সিলর নির্বাচিত হন আনিসুর রহমান। নির্বাচনের জের ধরে গত ১০/১২দিন আগে মোবাইলে আজিজুলকে হত্যার হুমকি দেয়া হয়। হুমকির ঘটনায় গফরগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। শুক্রবার রাতে আজিজুল বাড়ি থেকে গফরগাঁও পৌর এলাকায় আসার পথে নতুন বাজার এলাকায় আনিসুরের নেতৃত্বে ১০-১২ জনের একটি সন্ত্রাসী দল আজিজুলকে কুপিয়ে আহত করে।
×