ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাউফলে ৫০ কিমি সড়ক বেহাল ॥ চরম দুর্ভোগ

প্রকাশিত: ০৫:৪৫, ১৫ জানুয়ারি ২০১৭

বাউফলে ৫০ কিমি সড়ক বেহাল ॥ চরম দুর্ভোগ

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১৪ জানুয়ারি ॥ বাউফল উপজেলার প্রায় ৫০ কিলোমিটার সড়কে খানাখন্দের কারণে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। শুষ্ক মৌসুমে এসব সড়ক মেরামত করা না হলে জনসাধারণ মারাত্মক দুর্ভোগের কবলে পড়বেন। কালাইয়া থেকে বগা লঞ্চঘাট পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘর এই সড়কটির অবস্থা অত্যন্ত নাজুক হয়ে পড়েছে। নির্মাণের বছর না পেরুতেই সড়কটির এমন বেহাল অবস্থা নিয়ে স্থানীয় জনগণের অভিযোগের অন্ত নেই। সড়কটির অধিকাংশ স্থানেই কার্পেটিং উঠে সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। জেলা, বিভাগ এবং রাজধানী শহরের সাথে যোগাযোগের একমাত্র এই সড়কটি অনতিবিলম্বে মেরামতের জোর দাবি জানিয়েছে স্থানীয়রা। কালিশুরি বাজার থেকে বাহেরচর বাজার পর্যন্ত প্রায় ৬কিলোমিটার রাস্তায় রয়েছে অসংখ্য ছোট-বড় গর্ত। সড়কটির এমন বেহাল অবস্থার কারণে প্রতিনিয়তই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। প্রায় ৮বছর পর্যন্ত বেহাল পড়ে থাকা এই সড়কটির আজ পর্যন্ত কোন সংস্কার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। কালিশুরি ডিগ্রি কলেজের প্রভাষক সজল কুমার হালদার বলেন, সড়কটির এমন বেহাল হওয়া এলাকাবাসীকে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হয়। বাউফল থেকে কালিশুরি বাজার পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ এই সড়কটির কাছিপাড়া বাজার থেকে হোগলা বাজার পর্যন্ত প্রায় ৫কিলোমিটার এলাকার অধিকাংশ স্থানে কার্পেটিং উঠে সৃষ্টি হয়েছে বিশালাকৃতির অসংখ্য গর্ত। ছোট-বড় দুর্ঘটনার পাশাপাশি যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এই সড়কটি। খেজুরবাড়িয়া থেকে দাশপাড়া ল্যাংড়া মুন্সীর পুল পর্যন্ত প্রায় ৩কিলোমিটার কার্পেটিংয়ের চিহ্ন দেখা গেলও এই সড়কটির অবস্থা এমন বেহাল যে, দেখে বোঝার উপায় নেই, এই সড়কটি মাটির নাকি কার্পেটিংয়ের ছিল। বাংলাবাজার থেকে ধানদিবাজার পর্যন্ত প্রায় পৌঁনে ৩কিলোমিটারের একই দশা। ধানদিবাজার থেকে কালাইয়া বন্দর পর্যন্ত প্রায় ৩কিলোমিটার সড়কেরও একই হাল। ধুলিয়া থেকে মমিনপুর বাজার পর্যন্ত প্রায় ৫কিলোমিটারের অবস্থাও এক প্রকার ভয়াবহ। সড়ক মেরামতে কোন পদক্ষেপ না নেয়ায় ক্ষোভ প্রকাশ করেছে উপজেলার সর্বস্তরের সাধারণ মানুষ। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের বাউফল উপজেলা প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন, বাউফল-বগা এবং বাউফল-কালিশুরি এই সড়ক দু’টি হচ্ছে রোডস এন্ড হাইওয়ের আওতাধীন। এই সড়কগুলো মেরামতের দায়িত্বও তাদের। আর আমাদের দায়িত্বে থাকা যে সকল সড়কের অবস্থা বেহাল মূলত বরাদ্দ সঙ্কটের কারণেই তা এই মুহূর্তে সংস্কার করা যাচ্ছে না। অগ্রাধিকার ভিত্তিতে এসব সড়কের সংস্কার করা হবে।
×