ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

অন্যত্র ১৩

কুমিল্লায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ॥ নিহত ৬

প্রকাশিত: ০৫:৪৪, ১৫ জানুয়ারি ২০১৭

কুমিল্লায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ॥ নিহত ৬

জনকণ্ঠ ডেস্ক ॥ সারাদেশে সড়ক দুর্ঘটনায় ১৯ জন নিহত ও অন্তত ৬৯ জন আহত হয়েছে। এর মধ্যে কুমিল্লার দাউদকান্দিতে ছয় জন, নওগাঁর আত্রাইয়ে ও নেত্রকোনায় তিনজন করে মোট ছয় জন এবং আশুলিয়ায়, মাধবপুর ও জয়পুরহাটে দুজন করে মোট ছয় জন এবং খুলনার ফুলতলায় একজন নিহত হয়েছে। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনি ও শুক্রবার বিভন্ন সময় ঘটনাগুলো ঘটেছে। খবর স্টাফ রিপোর্টার,নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতার পাঠানো। দাউদকান্দির কুমিল্লায় ঝুমুর পরিবহনের যাত্রীবাহী একটি নৈশকোচ খাদে পড়ে ৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২৮ জন। শনিবার ভোর ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জেলার দাউদকান্দি উপজেলার জিংলাতলী এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে। নিহত ও আহত সবাই শ্রমজীবী। আহত যাত্রী ও হাইওয়ে পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে নীলফামারী থেকে ঝুমুর পরিবহনের ওই বাসটি কুমিল্লা পদুয়ার বাজার দিয়ে চট্টগ্রামে যাওয়ার কথা ছিল। শনিবার ভোর ৫টার দিকে দাউদকান্দি উপজেলার জিংলাতলী এলাকায় এসে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে প্রায় ৫০ ফুট নিচের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ৫ জন নিহত ও ২৮ যাত্রী আহত হয়। আহতদের মধ্যে ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। নিহতরা হচ্ছে নীলফামারী জেলার জলঢাকা এলাকার শাহজাহান ও এনামুল হক, ডোমার উপজেলার বাবু, ফারুক হোসেন ও আতিয়ার রহমান। নিহত অপর একজনের পরিচয় জানা যায়নি। তবে তাদের সবার বয়স আনুমানিক ৪০ থেকে ৫০ এর মধ্যে হবে। আহতদের মধ্যে রয়েছে তৌহিদুল ইসলাম (৩২), মোফাজ্জল (৩২), সোলেমান (২৫), কাদির (৪২), আজিজ (৩৮), চান মিয়া (২৫), শফিকুল ইসলাম (৫০), নাইমুল ইসলাম(১৭), ঈসমাইল(২৪), তারিক (১৫), হবি মিয়া (৭০), রফিকুল (১৮), এবাদুল (১৮), সাদ্দাম (৩১), নুরুন্নবী (৩০)। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট স্থানীয়দের সহায়তায় নিহত ও আহতদের উদ্ধার করে। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। বাসের আহত যাত্রী জয়নাল আবেদীন জানান, বাসের ভেতর ও ছাদে প্রায় এক শ’ যাত্রী ছিল। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে সামনে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়, পরে মহাসড়কের ব্রিজের বিপরীত পাশের খালে পড়ে যায়। যাত্রীদের বেশিরভাগই রংপুর ও নীলফামারী জেলার বাসিন্দা এবং শ্রমিক। কাজের সন্ধানে এসব শ্রমিক কুমিল্লা ও চট্টগ্রামে যাচ্ছিল। এদিকে ঘটনাস্থল পরিদশর্ন করেছেন কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মনিরুজ্জামান তালুকদার, দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল-আমিন, কুমিল্লা হাইওয়ে সহকারী পুলিশ সুপার শফিকুল ইসলাম সিকদার, কুমিল্লা ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক ফরিদ আহমেদ ও দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আব্দুল আওয়াল। নওগাঁ ॥ পৃথক সড়ক দুর্ঘটনায় শনিবার ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন। জেলার আত্রাই উপজেলার রসুলপুর নামকস্থানে যাত্রীবাহী ভটভটির সঙ্গে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত এবং সদর উপজেলার হাপানিয়া বাজারে পৃথক দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছে। নেত্রকোনা ॥ জেলায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছে। এদিকে সড়ক দুর্ঘটনায় ছেলে নিহত হওয়ার খবর শুনে তার মাও হার্ট এ্যাটাকে মারা গেছে। সাভার ॥ আশুলিয়ায় মাটিভর্তি ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিক্সার সংঘর্ষে বাবা-মেয়ে নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২জন। নিহতরা হলো আশুলিয়ার ডেন্ডাবর এলাকার কাশেম মিয়ার বাসার ভাড়াটিয়া আজাদ (৩৫) ও তার ৪ বছর বয়সী শিশুকন্যা মরিয়ম। আহতরা হলো আজাদ মিয়ার স্ত্রী আরজু বেগম (২৫) ও অটোরিক্সার চালক। শনিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়া থানাধীন ‘বাইশমাইল’ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাধবপুর ॥ ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া নোয়াহাটি নামক স্থানে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই কলেজ ছাত্র নিহত ও একজন গুরুতর আহত হয়েছে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। জয়পুরহাট ॥ জয়পুরহাট-বগুড়া সড়কের কালাই উপজেলার বাঁশের ব্রিজ এলাকায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও কমপক্ষে ৩৫ জন আহত হয়েছে। আহতদের কালাই হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের একজন কালাই উপজেলার উদয়পুর গ্রামের বেলাল হোসেন (৩৩) ও অপরজন অজ্ঞাত মহিলা। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খুলনা ॥ জেলার ফুলতলায় সড়ক দুর্ঘটনায় মাহাতাব শেখ (৫০) নামক এক মুদি দোকানি নিহত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে খুলনা-যশোর মহাসড়কের দামোদর এলকায় দ্রুতগামী যাত্রীবাহী একটি বাস তার ভ্যানকে ধাক্কা দিলে পড়ে গিয়ে ঘটনাস্থলেই সে মারা যায়।
×