ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফাটল থাকার পরও কয়লা নিয়ে যাত্রা করায় সুন্দরবনে জাহাজডুবি

প্রকাশিত: ০৫:৩৯, ১৫ জানুয়ারি ২০১৭

ফাটল থাকার পরও কয়লা নিয়ে যাত্রা করায় সুন্দরবনে জাহাজডুবি

স্টাফ রিপোর্টার বাগেরহাট ॥ ফাটল থাকা সত্ত্বেও কয়লা বোঝাই করে রওনা হওয়ার কারণে ‘এমভি আইজগাঁতি’ নামে কোস্টারটি ডুবে যায়। প্রচ- ঢেউয়ের আঘাতে বৃহস্পতিবার রাতেই কোস্টারটির তলদেশে ফাটল সৃষ্টি হয়। ওই অবস্থায় কয়লা বোঝাইয়ের পর শুক্রবার সকালে যাত্রা করে। ১০/১২ মাইল যাওয়ার পর তা বামদিকে কাত হয়ে ধীরে ধীরে ডুবে যায়। মংলাবন্দরের হারবার মাস্টার কমান্ডার মোঃ ওয়ালিউল্লাহ কার্গোডুবির কারণ সম্পর্কে শনিবার এ কথা জানিয়েছেন। কোস্টারটি মংলাবন্দরের ফেয়ারওয়ে বয়ায় থাকা এমভি লেডিমেরি জাহাজ থেকে এক হাজার মেট্রিক টন কয়লা নিয়ে যশোরের নওয়াপাড়া যাবার পথে সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরে মংলাবন্দরের ফেয়ারওয়ে বয়া এলাকায় ডুবে গেলে তাৎক্ষণিকভাবে জানানো হয়েছিল ডুবোচরে ধাক্কা লাগার কারণে কয়লা বোঝাই কোস্টারটি ডুবে গেছে।
×