ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ডাভোসের যেখানে সম্মেলন হবে

প্রকাশিত: ০৫:৩৯, ১৫ জানুয়ারি ২০১৭

ডাভোসের যেখানে সম্মেলন হবে

জনকণ্ঠ ডেস্ক ॥ সুইজারল্যান্ডের ডাভোসে ১৭ জানুয়ারি শুরু হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সভা। এতে জি-২০ভুক্ত দেশসহ ৭০ দেশের প্রতিনিধিরা অংশ নেবেন। প্রভাবশালী এসব প্রতিনিধির জন্য হরেক রকম খাবারের ব্যবস্থা করা হয়েছে। পুঁজিবাদীদের বার্ষিক এই ফোরামের বিশ্ব নেতৃবৃন্দ, ব্যবসায়িক প্রতিনিধি এবং ধনীদের সহায়তা করতে ইতোমধ্যে আল্পস শহর ডাভোসে জড়ো করা হয়েছে শত শত পরিচারিকা, ডোরম্যান ও ককটেল ওয়েটার। ফোরামে অতিথিদের মধ্যে থাকবেন টেরেসা মে, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা। বিশ্বের সবচেয়ে বিলাসবহুল হোটেলে অবস্থান করবেন তারা। তাদের যারা সেবাযতœ করবে সেই পরিচারিকাদের এক রুমে অন্তত পাঁচজনকে ঘুমাতে হবে। কারণ হোটেল কর্তৃপক্ষ তাদের জন্য পর্যাপ্ত থাকার জায়গার ব্যবস্থা করতে পারেনি। খবর দ্য গার্ডিয়ানের। ডাভোসের অন্যতম সেরা হোটেল গ্র্যান্ডহোটেল বেলভেদেরে’র ম্যানেজার বলেন, বিশ্বের প্রভাবশালী এবং ধনী প্রতিনিধিদের ২৪ ঘণ্টা সেবার জন্য প্রায় ২০০ অতিরিক্ত কর্মী আনা হয়েছে। তিনি বলেন, আমাদের শতাধিক পরিচারিকা রয়েছে। কিন্তু এ সপ্তাহে আমাদের পরিচারিকা থাকবে ৩০০। ক্লেবার বলেন, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত আমাদের অন্য হোটেল থেকে বছরের সবচেয়ে ব্যস্ত সময়ের জন্য অতিরিক্ত এসব পরিচারিকা আনা হয়েছে। ডব্লিউইএফ সংগঠকরা বিশ্ব নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সেলিব্রেটিদের জন্য ইতোমধ্যে হোটেলগুলোর ৮৫ শতাংশ বুক করে রেখেছেন। সেলিব্রেটিদের মধ্যে এ বছর গ্র্যামি এ্যাওয়ার্ড জয়ী সাকিরা ও জেমি ওলিভার রয়েছেন। যদিও নিরাপত্তাজনিত কারণে ক্লেবার অতিথিদের নাম প্রকাশ করেননি, কিন্তু তিনি বলেন, এর আগে বিল ক্লিনটন, ডেভিড ক্যামেরন, বান কি মুন ও জন কেরি এই হোটেলে রাত কাটিয়েছেন। এই হোটেলে সবসময়ই বড় বড় বিখ্যাত, ধনাঢ্য ব্যবসায়ী প্রতিনিধি এবং রাষ্ট্রীয় প্রতিনিধিরা থাকেন। তিনি বলেন, পাঁচদিনে বেলভেদের হোটেলে প্রথম কফি মিটিংসহ তিন শ’র অধিক অনুষ্ঠান থাকবে। ভোর ছয়টায় অনুষ্ঠানসমূহ শুরু হয়ে চলবে রাত তিনটা পর্যন্ত। তিনি আরও বলেন, হোটেলে ব্রেকফাস্ট মিটিং, রাজনীতিবিদদের মধ্যাহ্নভোজ ও ককটেল দিয়ে আমন্ত্রণ জানানসহ প্রতিটি কোনায় নানা ধরনের অনুষ্ঠান থাকবে। প্রতিটি কোম্পানি এবং প্রতিটি অনুষ্ঠানের আলাদা চাহিদা আছে। বরফের ভাস্কর্য এসব অনুষ্ঠানের অংশ। তবে হোটেলে কোন্ কোন্ অনুষ্ঠান হবে তা বিস্তারিত জানাতে তিনি অপারগতা প্রকাশ করেন। এসব অনুষ্ঠানে কেমন ব্যয় হবে সেটাও তিনি জানাননি। গত বছর একটি টেক কোম্পানি সিলিকন ভ্যালি এই হোটেলে এস্তোনিয়ার প্রেসিডেন্টের সঙ্গে কয়েক মুহূর্ত মিটিং করার জন্য ছয় হাজার পাউন্ড নেয়। এদিকে সুইজারল্যান্ডের আল্পসের জলবায়ুর ব্যাপক তারতম্য রয়েছে। কারণ হলো এর প্রতিটি অঞ্চলের উচ্চতা, অবস্থান ও জলপ্রপাত। আল্পস পাঁচটি জলবায়ু অঞ্চলে বিভক্ত। এর প্রতিটিরই আলাদা বৈশিষ্ট্য রয়েছে। নেভে অঞ্চল নয় হাজার ৮৪২ ফুট উঁচুতে অবস্থিত এবং এই এলাকা সবচেয়ে ঠা-া। আল্পাইন অঞ্চল ছয় হাজার ৫৬১ ফুট থেকে নয় হাজার ৮৪২ ফুট উচ্চতার মধ্যে অবস্থিত। এই অঞ্চল নেভে অঞ্চলের চেয়ে অপেক্ষাকৃত উষ্ণ। এর নিচে উপআল্পাইন অঞ্চল। এখানে একটু গরম। এর নিচে এ্যারবল অঞ্চল এবং এ অঞ্চলও বেশ গরম এবং জনপ্রিয় খামার এলাকা। এর নিচে নিম্নভূমি এবং এখানে বেশ কয়েকটি গ্রাম অবস্থিত। সেন্ট মরিসের পর্যটন এলাকায় গ্রীষ্মকালে দিনের বেলায় তাপমাত্রা ৮ ডিগ্রী সেলসিয়াস থেকে ১১ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে থাকে। তবে শীতকালে দিনে গড়ে তাপমাত্রা থাকে মাইনাস সাত ডিগ্রী সেলসিয়াস।
×