ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সীমান্ত কর আরোপে ফোর্ড সরিয়ে নিল কারখানা

প্রকাশিত: ০৪:২২, ১৫ জানুয়ারি ২০১৭

সীমান্ত কর আরোপে ফোর্ড সরিয়ে নিল কারখানা

গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ড ১৬০ কোটি ডলার ব্যয়ে মেক্সিকোতে তাদের নির্মাণাধীন কারখানা প্রকল্প থেকে সরে গেছে। মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকোর শিল্প পণ্য ঠেকাতে সীমান্ত কর আরোপের পরই ফোর্ড এ সিদ্ধান্ত নিয়েছে। মেক্সিকোর স্থানীয় জনসাধারণের পাশাপাশি গাড়ির যন্ত্রাংশ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো বিপাকে পড়েছে। ২৮০ হেক্টর ধূসর ও সবুজ ভূমির একপ্রান্তে ২টি বড় সাদা ভবন দাঁড়িয়ে আছে, আশপাশে শ্রমিকদের কাজের কোন ব্যস্ততা নেই। সব নির্মাণ সামগ্রী এবং মেশিনপত্র গুছিয়ে সবাই এখন জায়গাটি ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত। সম্প্রতি মেক্সিকোতে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ডের কারখানা তৈরির কাজ বন্ধ হয়ে যাওয়ার দৃশ্য এমনই। এখানে কাজ করা একজন ঠিকাদার বলেন, শান্ত এ জায়গাটি একসময় অনেক সরগরম ছিল। -অর্থনৈতিক রিপোর্টার সৌদি আরব যেতে খরচ হচ্ছে ৪ থেকে ৬ লাখ টাকা সৌদি আরবে যেতে অভিবাসন খরচ সরকারীভাবে ১ লাখ ৬৫ হাজার টাকা হলেও এ টাকায় কেউ যেতে পারছেন না। গড়ে জনপ্রতি খরচ হচ্ছে ৪ থেকে ৬ লাখ টাকা। জনশক্তি রফতানিকারদের দাবি, ধীরে ধীরে তারা খরচ কমিয়ে আনছেন। কেউ অভিযোগ করলে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বাংলাদেশের জন্য অন্যতম বড় শ্রমবাজার সৌদি আরব ৪ মাস আগে বাংলাদেশের জন্য আবারও উন্মুক্ত হয়। দেশটিতে যেতে অভিবাসন খরচ ১ লাখ ৬৫ হাজার টাকা ঠিক করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বেতন ভাল ও কাজের সুযোগের কারণে অনেক বাংলাদেশী সৌদি যেতে প্রক্রিয়া শুরু করে। তবে সৌদি আরব যেতে খরচ হচ্ছে সরকার নির্ধারিত ফির চেয়ে কয়েকগুণ বেশি। জনশক্তি রফতানিকারকরা বলছেন, বাজার বন্ধ থাকার সময় তাদের এটি ধরে রাখতে অনেক আর্থিক ক্ষতি হয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×