ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাসরুরুল হুদা সিরাজী প্রবাসী কল্যাণ ব্যাংকের এমডি

প্রকাশিত: ০৪:২২, ১৫ জানুয়ারি ২০১৭

মাসরুরুল হুদা সিরাজী প্রবাসী কল্যাণ ব্যাংকের এমডি

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের সাম্প্রতিক প্রজ্ঞাপনে আ ন ম মাসরুরুল হুদা সিরাজীকে পদোন্নতি দিয়ে প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দেয়া হয়েছে। ইতোপূর্বে সিরাজী অগ্রণী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োজিত ছিলেন। তিনি ১৯৮৩ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করে একই বছরে সোনালী ব্যাংকে সিনিয়র অফিসার পদে যোগদান করেন। -বিজ্ঞপ্তি বিশাল আয়োজনে বাণিজ্যমেলায় প্রাণ বিভিন্ন পণ্যের পসরা নিয়ে প্রতিবারের মতো এবারও ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় প্যাভিলিয়ন সাজিয়েছে দেশের অন্যতম বৃহৎ খাদ্য পণ্য প্রক্রিয়া ও বাজারজাতকারী প্রতিষ্ঠান প্রাণ। মেলায় প্রতিষ্ঠানটির ছোট-বড় ৯টি প্যাভিলিয়ন ও ১৩টি স্টল রয়েছে। এবারের মেলা উপলক্ষে ক্রেতাদের কাছে সবচেয়ে বড় আকর্ষণ থাকছে অলটাইম এর লাইভ ফ্যাক্টরি। মেলার ১৫ নম্বর এই স্টলে স্বয়ংক্রিয় মেশিনে স্বাস্থ্যকর ব্রেড, বাটার বান, হানিকম, কুকিজ তৈরি দেখতে ও ক্রয় করতে পারছেন এসব পণ্য ক্রেতারা। প্রাণ কনফেকশনারির সামনে রাখা হয়েছে মিকি মাউস। এই মিকি মাউসের বিভিন্ন অঙ্গভঙ্গির সঙ্গে সেলফি তোলার সুযোগ পাচ্ছেন শিশু, তরুণ-তরুণী ও বয়স্করা। প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, ১০ থেকে ৫০ শতাংশ ছাড়ে পণ্য কিনতে পারছেন ক্রেতারা। Ñবিজ্ঞপ্তি সিরাজগঞ্জে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে উল্লাপাড়া সরকারী আকবর আলী কলেজ মাঠে মেলার উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য তানভীর ইমাম। এ সময় উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ কুমার সরকার, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) শামছুজ্জামান, জেলা পরিষদ সদস্য গাজী গোলাম মোস্তফা ও রিবলী ইসলাম কবিতা প্রমুখ। মেলা কমিটির ব্যবস্থাপক আলমগীর হোসেন আলম জানান, মাসব্যাপী বাণিজ্য মেলায় ৭০ টি স্টলের মাধ্যমে বিভিন্ন পণ্যের বিক্রি ও প্রদর্শনী করা হবে। এছাড়াও বিনোদনের জন্য থাকছে বিভিন্ন রাইটস। মাধবপুরে খামার পরিদর্শন করলেন অতিরিক্ত সচিব সংবাদদাতা, মাধবপুর, হবিগঞ্জ ॥ মাধবপুরের মডেল কৃষক বদু মিয়ার কৃষি খামার পরির্দশন করেছেন কৃষি মন্ত্রনালয়ের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। শুক্রবার দুপুরে মাধবপুর উপজেলার গোপিনাথপুর গ্রামের আদর্শ কৃষক বদু মিয়ার খামারে বারমাসি তরমুজ ও বিভিন্ন সবজি খেত সরজমিন পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন প্রতিনিধিদল। কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মোঃ মোশারফ হোসেন বদু মিয়ার খামার ঘুরে দেখে কৃষকদের উদ্যোশ্যে বলেন বদু মিয়া শুধু এই এলাকার কৃষকদের মুখ উজ্জল করেন নি। তিনি এখন দেশের মডেল কৃষক হিসাবে পরিচিত। তার কৃষি চাষাবাদ পদ্ধতি অন্যান্য কৃষকরা অবলম্বন করলে জাতীয় ভাবে কৃষকরা লাভবান হবেন। মানুষের খাদ্যভাসের পরিবর্তন হয়েছে। কৃষক বদু মিয়ার বারমাসি তরমুজ সহ অন্যান্য সবজি চাষাবাদ জাতীয় ভাবে প্রয়োগে উদ্যোগ নেওয়া হবে।
×